দাম নিয়ে পর্যালোচনা
প্রসঙ্গত, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এখন মাসের প্রথম দিকে তেলের দাম পর্যালোচনা করে। ফলে প্রতি মাসের শুরুতেই নতুন দাম জানানো হয়। আর সেই সূত্র ধরে এবার থেকে কলকাতাবাসীকে ভর্তুকিহীন সিলিন্ডারে এক ধাক্কায় ২৫ টাকা দিতে হবে বেশি।
মূল্যবৃদ্ধি অব্যাহত
মাত্র ১৩ দিনের ব্য়বধানে গ্যাসের দাম ডিসেম্বরে ২ বার বেড়েছিল। তারপর ফের একবার ফেব্রুয়ারিতে বাজেটের পর পরই গ্যাসের দাম উর্ধ্বমুখী হল। যা নিঃসন্দেহে মধ্যবিত্তের নাভিশ্বাস তুলতে বাধ্য।
দাম বাড়ছে পেট্রোলের
শুধু গ্যাসের দামই নয় , কলকাতায় ক্রমেই বাড়ছে পেট্রোল , ডিজেলের দামও। পেট্রোলের দাম লিটার প্রতি ৩২ পয়সা বেড়েছে। ফলে দাম দাঁড়িয়েছে ৮৮.০১ টাকা। ডিজেলের দাম ৮০.৪১ টাকা।
ভোট ও মূল্যবৃদ্ধি
প্রসঙ্গত সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে বহুবারই মূল্যৃদ্ধি প্রসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছে। এই মর্মে তিনি বিজেপিকে তাক করতে একচুল জমি ছাড়েননি। সেই জায়গা থেকে পেট্রোল ,ডিজেল ও এলপিজির দাম বৃদ্ধি নিঃসন্দেহে গেরুয়া শিবিরের কাছে একটি চ্যালেঞ্জ ভোটের ময়দানে।