পানাজি: নিম্নমানের রেফারিং চলতি আইএসএল বারবারই শিরোনামে এসেছে। আর রেফারিং নিয়ে ক্ষোভ উগড়ে দিতে গিয়ে বিপাকে পড়ছেন দলের ম্যানেজাররা। গত রবিবার জামশেদপুর এফসি’র বিরুদ্ধে রেফারিং নিয়ে প্রতিবাদ করতে গিয়ে বেফাঁস এবং অশালীন মন্তব্য করে চাকরি খুঁইয়েছেন ওডিশা কোচ স্টুয়ার্ট বাক্সটার। এবার রেফারিং নিয়ে সরব হয়ে চার ম্যাচ সাসপেন্ড হলেন এসসি ইস্টবেঙ্গল কোচ রবি ফাওলার। গোয়া ম্যাচের পর রেফারিং নিয়ে সুর চড়াতে গিয়ে বর্ণবাদমূলক মন্তব্য করে বসেছিলেন লিভারপুল লেজেন্ড।

প্রাথমিকভাবে তাঁর পাঁচ ম্যাচ শাস্তির সম্ভাবনা তৈরি হলেও বুধবার ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি ব্রিটিশ কোচকে চার ম্যাচের জন্য সাসপেন্ড করেছে। সঙ্গে ৫ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে ফাওলারকে। রেফারিং নিয়ে সরব হয়ে এর আগেও সাসপেন্ড হতে হয়েছিল ইস্টবেঙ্গল কোচকে। যদিও সেটা কার্ড সমস্যায়। বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম পর্বের ম্যাচে গ্যালারি থেকেই দলের জয় দেখতে হয়েছিল ব্রিটিশ কোচকে। কিন্তু এবার ফাওলারের চার ম্যাচ সাসপেনশন কঠিন পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দিল লাল-হলুদকে। এমনিতেই লিগ টেবিলে তলানিতে অবস্থান করছে দল। প্লে-অফের আশা কার্যত শেষ। এমতাবস্থায় শেষ পাঁচটি ম্যাচে ভালো পারফর্ম করে সসম্মানে শেষ করার লক্ষ্যে হেড কোচের সাসপেনশন কলকাতা জায়ান্টদের বড়সড় গাড্ডায় ফেলে দিল।

সাসপেনশনের জেরে আগামী ১৯ ফেব্রুয়ারি এটিকে-মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি ম্যাচেও ডাগ-আউটে বসতে পারবেন না ব্রিটিশ কোচ। তা বাদেও ৭ ফেব্রুয়ারি জামশেদপুর, ১২ ফেব্রুয়ারি হায়দরাবাদ এফসি এবং ২৩ ফেব্রুয়ারি নর্থ-ইস্টের বিরুদ্ধেও গ্যালারি থেকেই দলের খেলা দেখতে হবে ফাওলারকে। ২৭ ফেব্রুয়ারি ওডিশা এফসি’র বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে ফের ডাগ-আউটে বসতে পারবেন তিনি। উল্লেখ্য, এফসি গোয়া ম্যাচের পর রেফারিং নিয়ে ক্ষোভ জানাতে গিয়ে ফাওলার জানিয়েছিলেন, ‘রেফারিং হয় ব্রিটিশ-বিরোধী নয়তো ইস্টবেঙ্গল-বিরোধী হচ্ছে।’ লাল-হলুদ কোচের এমন বর্ণবাদমূলক অভিযোগ যায় ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটিতে।

ফাওলারের শাস্তি বিষয়ে ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান ঊষানাথ বন্দোপাধ্যায় জানিয়েছেন, ‘রবি ফাওলারকে ৫০, ৫৮, ৫৯.১ (A) ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। চার ম্যাচের সাসপেনশন সঙ্গে পাঁচ লক্ষ টাকা জরিমানা হয়েছে তাঁর। আগামীদিনে এআইএফএফ তাঁর আচরণের প্রতি সজাগ দৃষ্টি রাখবে কোনও অসংযত আচরণ চোখে পড়লেই তৎক্ষণাৎ কড়া ব্যবস্থা নেওয়া হবে।’

গত পাঁচ ম্যাচে জয়হীন। ১৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ধুঁকতে থেকে ইস্টবেঙ্গলকে আগামী চার ম্যাচে ফাওলারকে ছাড়া আরও বড় চ্যালেঞ্জ সামলাতে হবে, সেকথা বলার অপেক্ষা রাখে না।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

Caption: Work from Home এর বাস্তব ছবি নিয়ে আলোচনায় মনোরোগ বিশেষজ্ঞ অনিরুদ্ধ দেব।