কলকাতা: কোভিড বিধি মেনে আগামী ১২ ফেব্রুয়ারি থেকে খুলতে চলেছে স্কুল। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একথা জানিয়েছেন। তবে এখনই সব ক্লাস না, শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে বলে জানানো হয়েছে। নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হলেও এখনই প্রাথমিকের ক্লাস শুরু হচ্ছে না।
স্কুলে কোভিড বিধি মেনে চলতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। যেহেতু রাজ্যে দ্রুতহারে নীচের দিকে নামছে করোনা সংক্রমণের সংখ্যা। ফলে ধীরে ধীরে স্কুল খোলার সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের একটা অংশও চাইছে খোলা হোক স্কুল।
উল্লেখ্য, এরাজ্যে করোনা দাঁত বসানোর পর থেকে প্রায় ১০ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে খুলতে চলেছে স্কুল। ফলে স্কুল খোলা ঘিরে প্রস্তুতি তুঙ্গে। কড়া নজর রাখা হবে স্যানিটাইজিং ও শারীরিক দূরত্ব মেনে চলার ওপরে। ইতিমধ্যে কয়েকটি স্কুল স্যানিটাইজিং এর ব্যাপারে তৎপরতা শুরু হয়েছে।
বেশ কয়েকজন চিকিৎসকও রাজ্য সরকারের স্কুল খোলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁরা জানাচ্ছেন, নবম থেকে দ্বাদশ শ্রেণির যে পড়ুয়ারা রয়েছে, তাঁরা সকলেই নিজে থেকেই কোভিড বিধি মেনে চলতে সক্ষম, অন্যদিকে রাজ্যে সংক্রমণের হারও নীচের দিকে ফলে স্কুল খোলার এটাই সঠিক সময়।
তবে স্কুল খুললেও আপাতত রাজ্যে খুলছে না রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়। এখন চালু থাকবে অনলাইন ক্লাস। উল্লেখ্য এতদিন প্রথম শ্রেণি থেকে শুরু করে স্নাতকস্তর পর্যন্ত অনলাইনেই ক্লাস চলেছে। কিন্তু স্কুল বন্ধ থাকায় প্রাক্টিক্যালে সমস্যা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের। স্কুল খোলার জন্য আবেদন করেছিলেন অভিভাবকেরাও। সেই আবেদনে সাড়া দিয়েই ১২ ফেব্রুয়ারি থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য খোলা হচ্ছে স্কুল। অন্যান্য ক্লাসের ক্ষেত্রে আপাতত পড়ুয়াদের অনলাইন ক্লাসেই মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে অন্যান্য রাজ্যে ইতিমধ্যেই খুলে গিয়েছে স্কুল। মহারাষ্ট্রের থানে ও পুনে জেলায় যথাক্রমে ২৭ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি থেকে স্কুল চালু হয়েছে। দুই জেলাতেই কঠোর ভাবে করোনভাইরাস সংক্রান্ত নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে অন্ধ্রপ্রদেশে পঞ্চম শ্রেণির ক্লাস শুরু হয়েছে। তবে জানানো হয়েছে পড়ুয়াদের অভিভাবকের লিখিত সম্মতিতে ক্লাসে আসতে পারবে পড়ুয়ারা। নির্দেশিকা অনুসারে, প্রতিটি ক্লাসে ২০ জন পড়ুয়া থাকতে পারবেন। অন্যদিকে এই রাজ্যে নভেম্বরেই খুলে গেছে কলেজ।
১ ফেব্রুয়ারি থেকে ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণির ক্লাস চালু হয়েছে হরিয়ানায়। তবে অভিভাবকের লিখিত সম্মতিতে ক্লাসে আসতে হচ্ছে পড়ুয়াদের। একই সঙ্গে পড়ুয়াদের চিকিৎসকের কাছ থেকে ফিট সার্টিফিকেট আনতে হচ্ছে।
১ ফেব্রুয়ারি থেকে তেলেঙ্গনায় কলেজ শুরু হয়েছে। ক্লাস ৯ থেকে ১২ এর ক্লাসও শুরু হবে ফেব্রুয়ারিতেই। ১ ফেব্রুয়ারি থেকে হিমাচল্প্রদেশেও অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি অবধি ক্লাস পুনরায় চালু হয়েছে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.