ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১২,৮৯৯ জন, একনজরে কোভিড পরিসংখ্যান

করোনা পরিসংখ্যান ভারতে ফের একবার উদ্বেগ নিয়ে এল দৈনিক সংক্রমিতের হারের নিরিখে. গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ১২,৮৯৯ জন। করোনা থেকে মুক্তি পেয়েছেন ১৭৮২৪জন। এমনই তথ্য এদিন প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

ভারতে করোনা আক্রমণে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১০৭,৯০১৮৩ জন। মোট করোনা মুক্ত হয়েছেন ১০৪৮০৪৫৫ জন। মৃতের সংখ্যা মোট ১৫৪ ৭০৩জন। ভারতে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৫৫০২৫ জন। এদিন স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে এমনই তথ্য প্রকাশিত করা হয়েছে। প্রসঙ্গত দেশে গত ১৬ জানুয়ারি থেকে টিকাকরণ শুরু হয়েছে। তারপর থেকে দেশে টিকাকরণের হার সম্পর্কেও তথ্য জানাচ্ছে স্বাস্থ্য মন্ত্রক।

এদিন সরকারি হিসাবের নিরিখে জানানো হয়েছে, করোনায় ৪৪,৪৯৫৫২ জনকে এখনও পর্যন্ত করোনা টিকা দেওয়া হয়েছে। এদিকে, টেস্টিং নিয়েও দেশে শুরু হয়ে গিয়েছে একাধিক চিহ্নিতকরণের কাজ। তবে দেশকে কার্যত করোনা জয় করে দিশা দেখাতে শুরু করেছেন করোনাজয়ীরা। এই জায়গা থেকে ভ্যাকসিনের প্রক্রিয়া রীতিমতো তাৎপর্যবহন করছে।

More INDIA News