সোনার দাম ৩ ফেব্রুয়ারি
সোনার দাম ১০ গ্রাম গোল্ড ফিচার্সে ০.২ শতাংশ বেড়েছে মাল্টি কমোডিটি ফিউচার্সে। ফলে ১০ গ্রামের দাম ৪৭,৯৪৭ টাকা হয়েছে। উল্লেখ্য, এবারের বাজেটে আমদানী শুল্ক খানিকটা কমানোর কথা বলা হয়েছে সোনার ক্ষেত্রে। এরপর ১০ গ্রামের নিরিখে সোনার দাম গত ২ টি সেশনে ১,৮০০ টাকা কমেছিল।
রুপোর দাম
এদিন সোনার মতো করে চাঙ্গা হয়েছে রুপোর দরও। ফলে , এদিন রুপোর দাম ১ কেজিতে ১.৫ শতাংশ বেড়েছে। প্রতি কেজির হিসাবে যা ১০০০ টাকা বেড়ে যাওয়ার সামিল।
কলকাতায় সোনার দাম
চেন্নাইতে সোনার দাম এদিন ২২ ক্যারেটে ৪৫,৪১০ টাকা হয়েছে। ২৪ ক্যারেটে দাম হয়েছে ৪৯,৫৪০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৮০০০ টাকা হয়েছে। ২৪ ক্যারেটে দাম ৪৯,০০০ টাকা হয়েছে। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৯০০ টাকা হয়েছে, ২৪ ক্যারেটে দাম ৫১,১৬০ টাকা হয়েছে।
(তথ্য সূত্র গুড রিটার্নস)