মোদীর সভায় আমন্ত্রিত দেব
৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসে তিন সাংসদকে। তারমধ্যে রয়েছে দিব্যেন্দু অধিকারী, শিশির অধিকারী ও দেবকে। তারপরেই জল্পনার পারদ চড়তে শুরু করেছিল। তাহলেই অধিকারী পরিবারের রেশ ধরে এবার দীপক অধিকারী ওরফে দেবও। এই নিয়ে জল্পনার পারদ চড়তে শুরু করেছিল।
সৌমিত্রকে টুইট
দেবকে নিয়ে জল্পনার পারদ চড়তে শুরু করেছে। তারপরেই তৃণমূল কংগ্রেস সাংসদ টুইট করেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে। টুইটে তিনি লিখেছেন প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যেতে পারছেন না। সৌমিত্র খাঁকে পুরনো সময়ের কথা স্মরণ করিয়েছেন তিনি। তোমার ও তোমার দলের জন্য শুভেচ্ছা রইল টুইটে লিখেছে সৌমিত্র খাঁ। রাজনৈতিক সৌজন্য দেখিয়ে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে থাকতে না পারা নিয়ে ক্ষমাও চেয়ে নিয়েছেন সাংসদ দেব।
কোন পথে অধিকারী পরিবার
প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রিত দিব্যেন্দু অধিকারী এবং শিশির অধিকারী। শুভেন্দু, সৌমেন্দু বিজেপিতে যোগ দিলেও দিব্যেন্দু অধিকারী এবং শিশির অধিকারী এখনও তৃণমূলে রয়ে গিয়েছেন। যদিও তাঁদের ক্ষমতা খর্ব করা হয়েছে। একাধিক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে শিশির অধিকারীকে। ঠিক তেমনই দিব্যেন্দুকেও সরানো হয়েছে পদ থেকে। মোদীর সভায় যোগ দিতে যাওয়ার আগেই একসঙ্গে ৮টি পদ ছেড়েছেন দিব্যেন্দু অধিকারী।
দিব্যেন্দু কোন পথে
কোন পথে যাচ্ছেন দিব্যেন্দু অধিকারী এই িয়ে এখন জল্পনা তুঙ্গে। বিজেপির দিকে ধীরে ধীরে কি পা বাড়াচ্ছেন তিনি। তোলপাড় রাজনৈতিক মহল। ইতিমধ্যেই দিব্যেন্দু অধিকারী অভিযোগ করেছেন তাঁর কাছে হুমকি ফোন আসতে শুরু করেছে। হলদিয়া, নন্দীগ্রামে পা রাখলে তাঁর হাত পা ভেঙে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। বলে অভিযোগ করেছেন দিব্যেন্দু।