পাকিস্তানের জেএফ-১৭-কে দুরমুশ করবে ভারতের তেজস! স্বাক্ষরিত 'সবচেয়ে বড় চুক্তি'

বুধবার এশিয়ান এরোনটিকস ও প্রতিরক্ষা দফরের প্রদর্শনী এরো ইন্ডিয়া শো-এর ত্রয়োদশতম সংস্করণের উদ্বোধন হল বেঙ্গালুরুতে। উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানেই এরোস্পেস জায়েন্ট হিন্দুস্থান এরোনটিকস লিমিটেডের সঙ্গে ৪৮ হাজার কোটি টাকার চুক্তি সম্পন্ন করল ভারতীয় বায়ুসেনা।

মেক ইন ইন্ডিয়ায় প্রতিরক্ষা দফতরের সবচেয়ে বড় চুক্তি

বেঙ্গালুরুতে এরো ইন্ডিয়া শো-তে এই চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত থেকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বললেন, সম্ভবত এটি এখনও পর্যন্ত মেক ইন ইন্ডিয়ায় প্রতিরক্ষা দফতরের সবচেয়ে বড় চুক্তি। বুধবার এশিয়ার এরোনটিকস ও প্রতিরক্ষা দপ্তরের প্রদর্শনী এরো ইন্ডিয়া শো-এর ত্রয়োদশতম সংস্করণের উদ্বোধন হয় বেঙ্গালুরুতে।

দেশ পেতে চলেছে দেশে তৈরি ৮৩টি যুদ্ধবিমান

এরো ইন্ডিয়া শোয়ের উদ্বোধনের দিনই সম্পাদিত হয় প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ চুক্তি। এই চুক্তির মাধ্যমে দেশ পেতে চলেছে দেশে তৈরি ৮৩টি যুদ্ধবিমান এলসিএ তেজস। এ বিষয়ে রাজনাথ জানিয়েছেন, 'তেজস শুধু দেশে তৈরি তাই নয়, এটি তার সমকক্ষ বিদেশি যুদ্ধবিমানগুলির থেকে অনেক এগিয়ে। এবং ওগুলির থেকে অনেক সস্তা। বিভিন্ন দেশ এই তেজসের ব্যাপারে তাদের আগ্রহ প্রকাশ করেছে।' প্রতিরক্ষা ক্ষেত্রের জন্য দেশ আর অন্য দেশের উপর নির্ভরশীল থাকবে না বলেও জানান রাজনাথ।

শো চলবে তিনদিন

কোভিড পরিস্থিতিতে এই প্রথম শুরু হওয়া এই শো চলবে তিনদিন। আত্মনির্ভর ভারত ও মেক ইন ইন্ডিয়ার ধ্বজা তুলে ধরে দেশের স্বশাসিত প্রতিরক্ষা সম্পদকে প্রদর্শন করা হয় এই শো-তে। ভারতীয় ও বিদেশি সংস্থাগুলি প্রতিরক্ষা সম্পদকে প্রদর্শন করতে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে। এরোব্যাটিক প্রদর্শনে অংশ নেয় ভারতীয় বায়ুসেনার সূর্য কিরণ এবং সারং হেলিকপ্টার, তেজস, আমেরিকার বি-১বি ল্যান্সার ও সুখই সু-৩০এমকেআই।

More INDIAN AIR FORCE News