চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট জয়ের রেকর্ড কি ইতিবাচক? কী বলছে পরিসংখ্যান

৪৮ ঘণ্টারও কম সময় পর ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে এই ম্যাচ থেকে জয় হাসিল করা দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ। আর এ লড়াইয়ে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। সেই আবহে চিপকে টেস্টে মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যানে কোন দলের পাল্লা ভারী, তা দেখে নেওয়া যাক।

চিপকে মুখোমুখি দুই দল

চেন্নাইয়ের চিপকের এম চিদাম্বরম স্টেডিয়ামে এখনও পর্যন্ত ৯টি টেস্টে মুখোমুখি হয়েছে দুই দল। পাঁচ বার জিতেছে ভারতীয় ক্রিকেট দল। তিন বার জিতেছে ইংল্যান্ড। দুই দলের মধ্যে একটি টেস্ট ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়েছে।

ভারতের শেষ জয়

২০১৬ সালে ঘরের মাঠে ইংল্যান্ডকে ৪-০ ফলাফলে টেস্ট সিরিজ হারিয়েছিল ভারত। সিরিজের পঞ্চম চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। ম্যাচে ৩০৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন করুণ নায়ার। ১৯৯ রান করেছিলেন কেএল রাহুল। ইংল্যান্ডকে এক ইনিংস ও ৭৫ রানে হারিয়েছিল বিরাট কোহলির টিম ইন্ডিয়া।

ইংল্যান্ডের শেষ টেস্ট জয়

চেন্নাইয়ের চিপকের এম চিদাম্বরম স্টেডিয়ামে ১৯৮৫ সালে শেষবার ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। এই মাঠে ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজের প্রথম টেস্ট কখনই জিততে পারেননি ব্রিটিশরা।

চিপকে ভারতের সর্বমোট টেস্ট রেকর্ড

চেন্নাইয়ের চিপকে এখনও পর্যন্ত ৩২টি টেস্ট ম্যাচ খেলেছে ভারতীয় ক্রিকেট দল। ১৪টি জয় রয়েছে ঝুলিতে। এই মাঠে ছয় বার টেস্ট হারতেও হয়েছে ভারতকে। চিপকে ১১ বার টেস্ট ড্র করে সন্তুষ্ট থাকতে হয়েছে টিম ইন্ডিয়াকে।

বিরাটদের শিবিরে কীভাবে সশরীরে না থেকেও আছেন ধোনি?

More INDIA VS ENGLAND 2021 News