নন্দীগ্রামে শুভেন্দুর চমক হিসাবে দিব্যেন্দু!
বাংলার বুকে এখন লাখ টাকার প্রশ্ন য়ে, শান্তিকুঞ্জে কি শেষমেশ আরও দুই পদ্ম ফুটছেই? এর আগে দিব্যেন্দু অধিকারী যদিও জানান, তিনি দলেই রয়েছেন, তবে এক নামী সংবাদমাধ্যমের খবর বলছে, দিব্যেন্দু অধিকারীকে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ময়দানে নামাতে চাইছেন দাদা শুভেন্দু। আর এই নিয়ে অমিত শাহের কাছে শুভেন্দু অধিকারী দরবার করেছেন বলেও দাবি প্রতিবেদনের। শুভেন্দু দিল্লি যেতেই এই বক্তব্য অমিত শাহের কাছে পেশ করেছেন বলে খবর। এরপর দিব্যেন্দুর দিল্লি যাত্রা ঘিরে জল্পনা তুঙ্গে।
মঙ্গলবার রাতে একাধিক পদে ইস্তফা!
এদিকে, খবর বুধবারই দিল্লি যেতে পারেন দিব্যেন্দু। এর আগে, মঙ্গলবার রাতে পর পর ৮ টি প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন দিব্যেন্দু অধিকারী। এই পদগুলি ছিল সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সিতির চেয়ারম্যানের। এর আগে একাধিক কলেজের পরিচালন সমিতির বিশিষ্ট পদ থেকেও ইস্তফা দেন দিব্যেন্দু।
দিব্যেন্দু কী বার্তা দিচ্ছেন?
এদিকে, বিভিন্ন জল্পনা প্রসঙ্গে দিব্যেন্দু অধিকারীর সাফ বার্তা, তিনি এখনও তৃণমূলে আছেন। সাংসদ পদের মেয়াদের ৩ বছর এখনও বাকি। দলনেত্রীকে তিনি শ্রদ্ধা করেন বলেও বক্তব্য রেখেছেন তিনি।
আসছেন মোদী,অধিকারীগড়ে মঞ্চ গড়ছে বিজেপি!
এদিকে, হলদিয়ায় সরকারি অনুষ্ঠানে উদ্বোধন করতে রাজ্যে রবিবার আসছেন মোদী। একই সঙ্গে সরকারি অনুষ্ঠানের পর তিনি দলীয় এক সভায় যোগ দেবেন বলে খবর বিজেপি সূত্রে। আর সেই জায়গা থেকেই অধিকারী পরিবার নিয়ে চড়তে শুরু করেছে জল্পনা।