শিক্ষা ব্যবস্থায় ঐতিহাসিক যুগের শুরু
এদিন টুইট করে মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যপালের এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে অসমের শিক্ষাব্যবস্থার জন্য একটি ঐতিহাসিক যুগের সূচনা হল। কেননা এবার থেকে সরকারি মাদ্রাসাগুলি নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে। নতুন এই আইনের ফলে অসমের মাদ্রাসা এডুকেশন প্রোভিন্সিয়ালাইজেশন অ্যাক্ট ১৯৫৫ এবং অসম মাদ্রাসা এডুকেশন অ্যাক্ট ২০১৮, বাতিল হয়ে গেল।
ঐতিহাসিক ও প্রগতিশীল
শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নতুন এই আইনকে ঐতিহাসিক ও প্রগতিশীল বলে বর্ণনা করেছেন। অসমে ১৮৯ টি হাই মাদ্রাসা এবং হায়ার সেকেন্ডারি মাদ্রাসা রয়েছে। যেগুলি বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অসম এবং অসম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের অধীনে চলে আসবে।
বাতিল করা হল যেগুলিকে
এছাড়া স্টেট মাদ্রাসা এডুকেশন বোর্ডের অধীনে থাকা ৫৪২ টি প্রি-সিনিয়র, সিনিয়র এবং টাইটেল মাদ্রাসা এবং আরবিক কলেজকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে।
সংস্কৃত টোলকে আনা হয়েছে বিশ্ববিদ্যালয়ের অধীনে
নতুন এই আইনে রাজ্যের ৯৭ টি টোলকে কুমার ভাস্কর বর্মা সংস্কৃত অ্যান্ড এনসিয়েন্ট ইউনিভার্সিটির অধীনে আনা হয়েছে। এবার থেকে ইন্ডিয়ান হিস্ট্রি ও কালচারের ওপরে ডিপ্লোমা এবং ডিগ্রি পাওয়া যাবে।