এবার 'ভাঙন' মুকুলের ঘরেই! চাণক্যের শ্যালকের যোগ তৃণমূলের

নির্বাচনের আগে চলছে দলবদল, সঙ্গে তরজা। পুরনো দল খারাপ হলে, নতুন দল স্বাভাবিক ভাবেই দলবদলকারীদের কাছে ভাল। সঙ্গে রয়েছে পুরনো দলে গুরুত্ব না পাওয়ার অভিযোগ। এবার সেই তালিকায় যুক্ত হলে আরও একজন। তিনি বিজেপির (bjp) সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়ের (mukul roy) শ্যালক। এদিন তিনি তৃণমূলে (trinamool congress) যোগ দিয়েছেন।

বিজেপির রথযাত্রার অনুমতি কি দেবে মমতার সরকার, কী কৌশল নিল নবান্ন

তৃণমূলে যোগ দিলেন মুকুল রায়ের শ্যালক

এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মুকুল রায়ের শ্যালক সৃজন রায় ওরফে সাজা। এদিন তিনি তৃণমূল ভবনে গিয়ে ব্রাত্য বসুর হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন। এদিন তৃণমূলে যোগ দিয়ে তিনি বলেন, কোনও বড় নেতার কথা বলতে পারবেন না, তবে বাংলায় সেকুলারিজম প্রতিষ্ঠা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই করতে পারবেন বলে দাবি করেছেন সৃজন রায়। এদিনের এই যোগদানে উল্লসিত ঘাসফুল শিবির।

রেলে চাকরির নামে প্রতারণায় অভিযুক্ত

মুকুল রায় রেলমন্ত্রী থাকাকালীন রেলে চাকরি দেওয়ার নাম করে প্রায় ২ কোটি টাকা প্রতারণায় অভিযুক্ত এই সৃজন রায়। অভিযোগ সেই সময় তিনি অন্তত ৫০-৬০ জনের কাছ থেকে টাকা নিয়েছিলেন। এই ঘটনায় ২০১৮-তে তাঁকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশ। প্রায় বছরখানেক জেলে থাকতে হয়েছিল তাঁকে। জেল থেকে বেরিয়ে তিনি সব অভিযোগ অস্বীকার করেছিলেন।

তৃণমূল ছেড়ে ফের তৃণমূলে

জেল থেকে বেরনোর পরেই সৃজন রায় বিজেপিতে যোগ দিয়েছিলেন। মনোমালিন্যের জেরেই তিনি তৃণমূল ছেড়েছিলেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, বড় ভাইয়ের সঙ্গে ছোটভাইয়ের অশান্তি হয়। যার জেরে কোনও একভাই পরিবারের বাইরে থাকে। কিন্তু মনোমালিন্য মিটে গেলেই সবাই ফিরে আসে। তাঁর ক্ষেত্রেও ব্যাপারটা সেরকমই। বিজেপি ছাড়া প্রসঙ্গে তিনি বলেছেন, ধর্মের রাজনীতি ভারতে প্রতিষ্ঠিত করা যাবে না কারণ দেশের সংবিধান ধর্মনিরপেক্ষতার ওপরে দাঁড়িয়ে আছে। একটা সময়ে তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করেছিলেন, এব্যাপারে এদিন তিনি দাবি করেন, সেরকম কিছুই তিনি বলেননি।

রয়েছে পারিবারিক কারণ

এদিন তৃণমূলে যোগ দেওয়ার পরে সৃজন রায় জানিয়েছেন, তাঁর এই যোগদানে মুকুল রায়ের সঙ্গে সম্পর্কে কোনও প্রভাব পড়বে না। তবে বিজেপি সূত্রের খবর অনুযায়ী, সাম্প্রতিক সময়ে মুকুল রায়ের সঙ্গে শ্যালক সৃজনের সম্পর্কটা ঠিক যাচ্ছিল না। মুকুল রায় নিজের ছেলের প্রতিনজর দিয়েছেন, কিন্তু শ্যালকের প্রতি নজর দেননি এমনটাও বলছেন কেউ কেউ। যেই কারণে সৃজন রায়ের মনে ক্ষোভ তৈরি হয়ে থাকতে পারে। তবে শ্যালকের দলবদলে মুকুল রায় যে কিছুটা বিড়ম্বনায় পড়লেন, তা আর বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত এদিনের দলবদলের অনুষ্ঠানে ব্রাত্য বসু বলেছেন, রায় পদবিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

More MUKUL ROY News