তৃণমূলের ৮ সাংসদ বিজেপির নজরে! শুভেন্দুর পরিবারে পদ্ম ফোটার অন্তরায় নিয়মের বেড়াজাল

শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর ছোটভাই সৌমেন্দু অধিকারীকেও পদ্মফুল হাত ধরিয়েছেন। কিন্তু শিশির অধিকারী আর দিব্যেন্দু অধিকারীকে নিয়ে দোলাচলে আছেন তিনি। দিব্যেন্দু ও শিশের অধিকারী বিজেপিতে আসা আটকে যাচ্ছে নিয়মের বে়ড়াজালে। তৃণমূল ছেড়ে বিজেপিতে এলে সাংসদ পদ হারাতে হতে পারে। এই আশঙ্কাই অন্তরায় হয়ে উঠেছে এক্ষেত্রে।

তৃণমূল ভেঙে ৮ জন সাংসদকে চাইছে বিজেপি

শুভেন্দুর সঙ্গে মেদিনীপুরের মঞ্চে বিজেপিতে যোগ দিয়েছিলেন তৃণমূলের সাংসদ সুনীল মণ্ডল। বিজেপির তখন পরিকল্পনা ছিল তৃণমূল ভেঙে ৮ জন সাংসদকে তাঁরা আনতে পারবেন বিজেপিতে। কিন্তু তা হয়নি। ফলে সুনীল মণ্ডলের সাংসদ পদ খারিজ হতে বসেছে। এই অবস্থায় দিব্যেন্দু অধিকারীকে হয় সাংসদ পদ ছেড়ে আসতে হবে, নতুবা ৮ জন সাংসদের সঙ্গে দল ছাড়তে হবে।

দিব্যেন্দুকে বিধানসভায় প্রার্থী করার পরিকল্পনা!

এই পরিস্থিতিতে দিব্যেন্দুকে বিধানসভায় প্রার্থী করার পরিকল্পনা চূড়ান্ত করেই সাংসদ পদে ইস্তফা দেওয়ানো হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। কেননা সম্প্রতি দিব্যেন্দু লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন। ১০ ফেব্রুয়ারি দেখা করার কথা সামনে এসেছে। তারপর একের পর এক পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি। ফলে তাঁর তৃণমূল ছাড়ার ইঙ্গিত পেতে শুরু করেছে রাজনৈতিক মহল।

দিব্যেন্দুকে নিয়ে জল্পনার বাতাবরণ মোদীর অনুষ্ঠানে

সেক্ষেত্রে আবার শিশির অধিকারী বাদ থেকে যাচ্ছেন। শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীদের একসঙ্গে বিজেপিতে পাওয়া দুষ্কর হয়ে যাচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলদিয়ায় আসছেন, সেখানে শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে দেব-সহ মেদিনীপুরের অন্যান্য সাংসদদেরও। ফলে জল্পনার বাতাবরণ তৈরি হয়েছে এই অনুষ্ঠান ঘিরে।

২২ জন সাংসদ তার এক তৃতীয়াংশের খোঁজে

বিজেপির পরিকল্পনা ছিল ভোটের আগে তৃণমূলের অন্তত ৮ জন সাংসদ ভাঙাবে বিজেপি। তৃণমূলের মোট ২২ জন সাংসদ তার এক তৃতীয়াংশ না ভাঙালে দলত্যাগ বিরোধী আইনে খারিজ হয়ে যাবে সাংসদপদ। এখন এই আট জন কারা হতে পারেন, তা নিয়েও বিস্তর জলঘোলা হয়েছে তৃণমূলে। কিন্তু নাগাল মেলেনি। এই অবস্থায় সুনীল মণ্ডল পড়েছেন বিপাকে। আর দিব্যেন্দু এখনও সিদ্ধান্তহীনতার মধ্যে পড়ে রয়েছেন।

দিব্যেন্দুর নাম আবার বিধানসভায় প্রার্থী হিসেবেও

বিজেপির প্রথম পরিকল্পনা আপাতত স্থগিত। কারণ বিজেপি আপাতত যোগদানের দরজা বন্ধ করেছে। ফের তা ভোটের পরে খুলবে। সেইমতো দ্বিতীয় পরিকল্পনা ভোটের পর বিজেপি ফের তৃণমূল সাংসদদের ভাঙিয়ে আনবে। এবং সেই আসনে ফের ভোট হলে তাঁরাই প্রার্থী হবেন। এই তালিকায় ছিলেন দিব্যেন্দু। কিন্তু দিব্যেন্দুর নাম আবার বিধানসভায় প্রার্থী হিসেবে উঠে আসায় পরিকল্পনায় বদল হতে পারে।

দিব্যেন্দু অধিকারীকে নন্দীগ্রামে প্রার্থী করতে চায় বিজেপি!

মঙ্গলবার অমিত শাহের কাছে দরবার করে শুভেন্দু অধিকারী এক বিশেষ আর্জি জানান। শুভেন্দু অমিত সমক্ষে বলেন, তিনি চান নন্দীগ্রামে একটা চমক দিতে। রাজনৈতিক মহলে এরপর জল্পনা শুরু হয়েছে, তবে কি দিব্যেন্দু অধিকারীকে নন্দীগ্রামে প্রার্থী করতে চাইছেন শুভেন্দু। বিজেপি তেমনই কোনও পরিকল্পনা করতে পারে বলে জোরদার সম্ভাবনা তৈরি হয়েছে সম্প্রতি।

মমতার বিরুদ্ধে নন্দীগ্রামে নয়া চমক দিতে চান শুভেন্দু! কে হবেন বিজেপির প্রার্থী, জল্পনা

More SUVENDU ADHIKARI News