স্পিনার বনাম রুট
ভারতের মাটিতে টেস্টে মোট ৯ বার স্পিনারের বলে আউট হয়েছেন জো রুট। ইংল্যান্ড অধিনায়ককে তিন বার আউট করেছেন রবীন্দ্র জাদেজা। রুটকে দুই বার আউট করেছেন জয়ন্ত যাদব ও রবিচন্দ্রণ অশ্বিন। দেশের মাটিতে টেস্টে ইংল্যান্ড অধিনায়ককে এক বার করে আউট করেছেন পীযূষ চাওলা ও অমিত মিশ্র।
রুটের মাইলস্টোন
চেন্নাইয়ের চিপকে বিরাট কোহলি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ইংল্যান্ড। যেটি ব্রিটিশ দলের অধিনায়ক জো রুটের ১০০তম টেস্ট হতে চলেছে। ইংল্যান্ডের ১৫তম ক্রিকেটার হিসেবে এই অনন্য ক্লাবের সদস্য হচ্ছেন জো।
পরম্পরা বজায় রাখলেন রুট
২০১২ সালে নাগপুরে টেস্ট অভিষেক হয়েছিল জো রুটের। প্রতিপক্ষ ছিল ভারতীয় ক্রিকেট দল। চার বছর পর কেরিয়ারের ৫০তম টেস্টও তিনি ভারতের বিরুদ্ধে তাদেরই মাটিতে খেলেছিলেন। ভাইজাকে অনুষ্ঠিত হয়েছিল ওই ম্যাচ। কেরিয়ারের ১০০তম টেস্টও ভারতেই খেলতে চলেছেন ইংল্যান্ডের অধিনায়ক। সে নিরিখে তিনি পরম্পরা বজায় রাখবেন বলা চলে।
টিম ইন্ডিয়ার বিরুদ্ধে রুট
ভারতের বিরুদ্ধে এখনও পর্যন্ত ১৬টি টেস্ট ম্যাচ খেলেছেন জো রুট। ৫৬.৮৪-এর গড়ে ১৪২১ রান এসেছে তাঁর ব্যাট থেকে। ভারতের বিরুদ্ধে টেস্টে চারটি শতরান ও ৯টি অর্ধশতরান হাঁকিয়েছেন রুট।