নয়াদিল্লি: আরও ফ্যাসাদে পঞ্জাবি গায়ক-অভিনেতা দীপ সিধু৷ ২৬ জানুয়ারি দিল্লিতে বিশৃঙ্খলার জেরে আগেই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল দিল্লি পুলিশ৷ বহু চেষ্টা করেও এখনও পর্যন্ত তার নাগাল পায়নি পুলিশ৷ এবার দীপ সিধুকে ধরতে জোরদার উদ্যোগ দিল্লি পুলিশের। দীপ সিধুর খোঁজ দিলেই এবার নগদ ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা দিল্লি পুলিশের।
প্রজাতন্ত্র দিবসে দিল্লি পুলিশের দেওয়া নির্ধারিত রুট ভেঙে অন্য রাস্তা দিয়ে দিয়ে মিছিল করে গিয়ে বিক্ষোভকারীরা শান্তি-শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলে অভিযোগ দিল্লি পুলিশের। পুলিশের দাবি ছিল, কৃষক নেতারা যে ট্রাক্টর মিছিল করেন, তা অনিয়ন্ত্রিত ছিল।
কৃষক নেতাদের একাংশের উস্কানিমূলক আচরণের জেরেই আন্দোলন হিংসাত্মক রূপ নেয় বলে দাবি পুলিশের। প্রজাতন্ত্র দিবসে মিছিল করতে করতে হঠাৎই লালকেল্লায় ঢুকে পড়েন কৃষকরা। লালকেল্লায় উঠে ধর্মীয় পতাকা টাঙানোর সময় সেখানে উপস্থিত ছিলেন দীপ সিধু, এমনই দাবি পুলিশের। তিনিই কৃষকদের লালকেল্লার দিকে যেতে উদ্বুদ্ধ করেছিলেন বলে দাবি পুলিশের।
তারপর থেকেই দীপ সিধুর বিরুদ্ধে নির্দিষ্ট কয়েকটি ধারায় অভিযোগ আনে পুলিশ। শুরু হয় তদন্ত। দীপ সিধুর খোঁজে দিল্লি-সহ লাগোয়া রাজ্যগুলিতেও তল্লাশি চালিয়েছে পুলিশ। তার খোঁজ মেলেনি। এবার তাকে ধরতে নযা পন্থা নিয়েছে দিল্লি পুলিশ। পঞ্জাবি গায়ক-অভিনেতার খোঁজ দিলেই নগদ ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে দিল্লি পুলিশ।
দীপ সিধুর খোঁজ দিলে পুরস্কারের ঘোষণার পাশাপাশি লাল কেল্লায় ধর্মীয় পতাকা উত্তোলনের অভিযোগে যুগরাজ সিংয়ের সম্পর্কে কোনও তথ্য দিলেও এক লাখ টাকার নগদ পুরষ্কার ঘোষণা করেছে। এছাড়াও গুরজোট সিং, গুর্জন্ত সিং, জজবীর সিং, বুটা সিং, সুখদেব সিং এবং ইকবাল সিংহের সম্পর্কেও কোনও তথ্য দিলে ৫০,০০০ টাকা পুরষ্কার ঘোষণা করেছে দিল্লি পুলিশ। এদের প্রত্যেকের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি দিল্লিতে বিশৃঙ্খলার অভিযোগ এনেছে পুলিশ।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.