মমতার দলের ‘রাম-লক্ষ্মণ’কে পেয়েই সন্তুষ্ট বিজেপি, পরবর্তী যোগদান মেলা নিয়েও বার্তা

মুকুল রায়কে তিন বছরে আগে দলে নিয়েছিল বিজেপি। তারপর তাঁকে দিয়েই তৃণমূল ভাঙার কাজ সেরে ফেলা হয়েছে। গেরুয়া শিবিরের লক্ষ্য ছিল শুভেন্দু ও রাজীবকে দলে আনা, তা সিদ্ধ হতেই ঝাঁপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। এবার দিল্লিতে কোর কমিটির বৈঠকেও তেমনই বার্তা দেওয়া হল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে।

বিজেপি দরজা বন্ধ করে দিয়েছে

আরএসএসের পরামর্শ মেনে বঙ্গ বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় আগেই জানিয়ে দিয়েছিলেন, বিজেপি এবার দরজা বন্ধ করে দিচ্ছে। ভোটের আগে আর কোনও দলবদল হবে না। ভোট ফুরোলে আবার দলবদলের দিকে ঝুঁকবেন তাঁরা। এবার কোর কমিটির বৈঠকেও এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হল। অমিত শাহও তেমনই বার্তা দিয়েছেন।

শুভেন্দু ও রাজীব কোর কমিটিতে

সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়কে কোর কমিটির অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁদের নিয়েই আলোচনা হয়েছে একুশের নির্বাচনী রণনীতি ঠিক হয়েছে। একইসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপাতত বন্ধ থাকবে যোগদান। কে বা কারা দলে আসবে, তা ঠিক করবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

বিজেপিকে থামতে পরামর্শ আরএসএসের

বিজেপি আপাতত শুভেন্দু-রাজীবকে দলে নিয়েই সন্তুষ্ট। তাঁদের অনুগামীরাও দলে এসেছেন। আর নতুন মুখ বাড়াতে চাইছে না বিজেপি। ভোটের আগে দলের আদি নেতাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে। আরএসএস সেই কারণেই বিজেপিকে থামতে পরামর্শ দিয়েছে। দল বাড়াতে গিয়ে অন্দরে কোন্দল বাঁধলে তা আরও ভয়ানক রূপ নিতে পারে।

শুভেন্দু বাড়তি গুরুত্ব পাচ্ছেন একুশের লড়াইয়ে

মঙ্গলবার রাতে কোর কমিটির বৈঠকের মাধে শুভেন্দু অধিকারীর সঙ্গে আলাদা করে বৈঠক করেন অমিত শাহ। তার ফলে শুভেন্দু যে বাড়তি গুরুত্ব পাচ্ছেন একুশের লড়াইয়ে তা স্পষ্ট। এদিন কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলায় প্রচার কোন পথে চলবে। পরিবর্তন যাত্রা কোন পথে এগোবে। হিংসা নয়, মানুষের সঙ্গে চলার বার্তা দেওয়া হয়েছে।

শুভেন্দু-রাজীবকে নিয়ে বিজেপির ভাণ্ডার পূর্ণ

শুভেন্দু অধিকারীকে দলে আনার পর তৃণমূল নড়ে গিয়েছে। অনেক বিধায়ক-সাংসদ বিজেপিতে এসেছেন। সেই পথ ধরে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো তরুণ নেতাও বিজেপিতে এসেছেন। ফলে শুভেন্দু-রাজীবকে নিয়ে বিজেপির তাঁদের ভাণ্ডার পূর্ণ করেছে। টার্গেটও ফুলফিল হয়েছে, তাই ঈআর নতুন কাউকে দরকার নেই বিজেপিতে। একুশের যুদ্ধ জয়ের মতো মুখ পেয়ে গিয়েছে।

মুকুলে রক্ষা নেই, বিজেপিতে দোসর শুভেন্দু-রাজীব জুটি! তৃণমূলের নাভিশ্বাস একুশের ভোটে

More RAJIB BANERJEE News