চট্টগ্রাম: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে লড়াইয়ে ফিরল বাংলাদেশ৷ শুরুটা ভালো না-হলেও শাদমান ইসলাম ও শাকিব-আল হাসানের লড়াইয়ে ম্যাচে ফেরে তারা৷

বুধবার চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের শেষে পাঁচ উইকেট হারিয়ে ২৪২ রান তুলেছে বাংলাদেশ৷ শাকিব ৩৯ এবং লিটন দাস ৩৪ রানে ক্রিজে রয়েছেন৷ টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া বাংলাদেশের শুরুটা ভালো হয়নি৷ মাত্র ২৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ৷ ব্যক্তিগত ৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন তামিম ইকবাল৷ ইনিংসের পঞ্চম ইনিংসে তামিমকে বোল্ড করেন কেমার রচ৷

ওপেনিং জুটিতে বড় রান তুলতে না-পারলেও বাংলাদেশ ইনিংসকে টানেন ইসলাম ও ক্যাপ্টেন মোমিনুল হক৷ ৫০ রানের পার্টনারশিপ গড়েন দু’জনে৷ তারপর দলকে এগিয়ে নিয়ে যান ইসলাম ও মুশফিকর রহিম৷ লড়াকু হাফ-সেঞ্চুরি করেন ইসলাম৷ ব্যক্তিগত ৫৯ রানে ওয়ারিকেনের বলে এলবিডব্লিউ হন তিনি৷ ৩৮ রান করে ওয়ারিকেনের বলে আউট হন রহিম৷ শাকিবের সঙ্গে ৫৯ রানের পার্টনারশিপ গড়েন তিনি৷ দিনের শেষে বাঁ-হাতি এই স্পিনার তিনটি উইকেট নেন৷

প্রথম সেশনে ২ উইকেটে ৬৯ রান করা বাংলাদেশ দ্বিতীয় সেশনে এ দুজনের ব্যাটে কোনও উইকেট না-হারিয়েই ৫০ রান তোলে। কিন্তু চা-বিরতির ঠিক আগে ৩৩ বলের মধ্যে একে একে মোমিনুল ও সাদমান দু’জনই। ৫১ ওভারের পঞ্চম বলে ওয়ারিকানকে লেগ-সাইডে মারতে গিয়েই শর্ট মিড-উইকেটে ধরা পড়লেন মোমিনুল।

করোনা ভাইরাসের পর এটাই বাংলাদেশের ঘরের মাঠে প্রথম টেস্ট৷ তবে ওয়েস্ট ইন্ডিজ করোনা ভাইরাসে পরবর্তী পাঁচটি টেস্ট খেলেছে৷ প্রথম টেস্ট সিরিজ খেলে ইংল্যান্ডে৷ শাকিবও এক বছরের নির্বাসন কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাইশ গজে ফিরেছেন৷ শাকিবের পারফরম্যান্সে ওয়ান ডে সিরিজ ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ৷

এদিন তিন ক্যারিবিয়ান ক্রিকেটারের টেস্ট অভিষেক হয়৷ এনকুমাহ বোনার, কাইলে মেয়ার এবং শানে মোসেলে৷ বোনার হলেন লেগ-স্পিনার৷ এবং বাকি দু’জন দলেন অল-রাউন্ডার৷

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

Caption: ৩৭৭ এর শেকল থেকে মুক্তির পর কোথায় দাঁড়িয়ে LGBTQ আন্দোলন। আলোচনায় বাপ্পাদিত্য মুখোপাধ্যায়।