আগস্টের মধ্যে ৩০কোটি ভারতীয়ের টিকাকরণ
ভারতীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানান হয়েছে, গত জানুয়ারি থেকে শুরু হওয়া টিকাকরণ কর্মসূচির আওতায় এখনও প্রায় ৪০ লক্ষ মানুষ টিকা পেয়েছেন। পাশাপাশি আগস্টের মধ্যে ৩০কোটি ভারতীয়কে টিকা দেওয়ার ইঙ্গিতও দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বিশ্বে বৃহৎ ভ্যাকসিন প্রস্তুতকারক হিসেবে যে ভারতকে বেশ উচ্চস্থানেই রাখছে রাশিয়া, তা স্পষ্ট করেছেন আরডিআইএফ প্রধান কিরিল দিমিত্রভ।
প্রায় ৯২% সফল স্পুটনিক-ভি
সাম্প্রতিক শেষ পর্যায়ের ট্রায়ালের ভিত্তিতে স্পুটনিক-৫-এর সফলতার হার ছুঁয়েছে ৯২%, রাশিয়ার বিজ্ঞানীরা জানিয়েছেন এমনটাই। স্বাভাবিকভাবেই মঙ্গলবার রাশিয়ায় ছাড়পত্র পেয়েছে স্পুটনিক-ভি। যদিও ভারতে স্পুটনিক-ভি ছাড়পত্র পেলে যে রাশিয়ার ভ্যাকসিনের বিশ্বাসযোগ্যতা বাড়বে, তা স্পষ্ট রাশিয়ার আধিকারিকদের কথাতেই। সূত্রের খবর, খুব দ্রুত ভারত সরকারের কাছে আবেদন করতে চলেছে আরডিআইএফ।
দিল্লির অর্ধেকের অধিক মানুষ আক্রান্ত করোনায়
এই মুহূর্তে আক্রান্ত ও মৃতের নিরিখে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ভারত, আন্তর্জাতিক সূত্রের খবর এমনটাই। সূত্রের খবর, গত জানুয়ারিতেই স্পুটনিক-ভি দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালে বেশ ভাল ফল করে। আরডিআইএফের তরফে খবর, অন্তিম পর্যায়ের ট্রায়ালেও নাকি বেশ ভাল ফল করেছে স্পুটনিক। অন্যদিকে, নতুন একটি সমীক্ষায় জানা গেছে যে দিল্লির প্রায় অর্ধেকের বেশি মানুষ ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়ে গেছেন। স্বাভাবিকভাবেই এহেন অবস্থায় যে স্পুটনিক-ভি আশা জাগাচ্ছে চিকিৎসকদের মনে, তা বলাই বাহুল্য।
২০২১-এর মধ্যে ৩০কোটি স্পুটনিক ডোজ ভারতে
২০২১-এর মধ্যে প্রায় ৩০কোটি স্পুটনিক-ভি-এর ডোজ তৈরিতে সক্ষম হবে ভারত, গত বছরের ডিসেম্বরে রাশিয়ার এক স্বাস্থ্য আধিকারিক এমনটাই জানান। সূত্রের খবর, ভারতে প্রায় ১০কোটি স্পুটনিক-ভি প্রস্তুতির প্রসঙ্গে ভারতের হেটেরো বায়োফার্মা ও ডঃ রেড্ডি'স ল্যাবের সাথে চুক্তি করেছে আরডিআইএফ। যদিও আশার কথা এই যে, মঙ্গলবার নতুন করে ভারতে আক্রান্ত হয়েছে ৮,৬৩৫ জন, যা গত বছরের জুন মাসের পর থেকে সর্বনিম্ন।