মাস্ক বাধ্য়তামূলক
করোনা ভাইরাসের আবহে টোকিও-তে অলিম্পিক ২০২১-এর আসর বসলে উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি বা আইওসি-র গেমস অপারেশনের ডিরেক্টর পিয়েরে ডুকরে এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, গেমস চলাকালীন টোকিও-তে অ্যাথলিটদের ফেস মাস্ক বাধ্যতামূলক করা হবে। কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া মাস্ক খোলা যাবে না বলে জানানো হয়েছে।
পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা যাবে না
অতিমারীর প্রভাব থেকে মুক্ত হতে থেকে টোকিও-তে অলিম্পিক চলাকালীন অ্যাথলিটদের পাবলিক ট্রান্সপোর্টে ওঠার ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি বা আইওসি-র গেমস অপারেশনের ডিরেক্টর পিয়েরে ডুকরে। তাঁর কথায়, কড়া নজরদারির মধ্যে রাখা হবে অ্যাথলিটদের।
অলিম্পিক ২০২১-এর সূচি
টোকিওয় ২০২০ সালের ২৪ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল গ্রীষ্মকালীন অলিম্পিক। করোনা ভাইরাসের জন্য ইভেন্ট এক বছর পিছিয়ে দেওয়া হয়েছিল। ঠিক হয়েছিল যে ২০২১ সালের ২৩ জুলাই থেকে শুরু হবে গেম। ইতিমধ্যে অলিম্পিককে ঘিরে জাপান সরকারের খরচও বাড়তে থাকে। তা সত্ত্বেও গেমস আয়োজন করতে তৎপর ছিল ইয়োশিহাইড সুগা প্রশাসন।
কী বলেছেন মোরি
টোকিও অলিম্পিক আয়োজক কমিটির প্রেসিডেন্ট ইয়োশিরো মোরি কথায়, করোনা ভাইরাসের প্রভাব এতটাও লাগামছাড়া নয় যে ইভেন্ট বন্ধ হওয়ার কোনও সম্ভাবনাই নেই। বরং জাপানের জাতীয় সরকার, মেট্রোপলিটন প্রশাসন, ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন একযোগে ইভেন্ট আয়োজনের চেষ্টায় জুটে রয়েছে বলে জানিয়েছেন মোরি।