এবার সিবিআইয়ের 'অন্তবর্তীকালীন' ডিরেক্টর পদে আসীন হলেন প্রবীণ সিনহা। 'ইমিডিয়েট এফেক্ট' এ এই আইপিএসকে পদাভিষিক্ত করার কথা বলা হয়েছে। প্রসঙ্গত, রাজ্য হাইভোল্টেজ একাধিক তদন্ত আপাতত সিবিআইয়ের হাতে। সেই জায়গা থেকে উচ্চপদস্থ এই পদে নতুন 'অন্তবর্তীকালীন' ডিরেক্টরের আসীন হওয়ার ঘটনা রীতিমতো তাৎপর্যপূর্ণ।
জানা গিয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন এক উচ্চ পর্যায়ের কমিটি এই পদে নিয়োগ করেছে প্রবীণ সিনহাকেষ আপাতত সিবিআইয়ের ভার সমালানোর দায়িত্বে প্রবীণ সিনহা থাকছেন। এর আগে সিবিআইয়ের ডিরেক্টর ঋষি শুল্কার কার্যকালের মেয়াদ ৩ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা শোনা গিয়েছিল। সেই জায়গা থেকেই এই পদে আসীন হলেন প্রবীণ শুক্লা।
প্রসঙ্গ, সিবিআইয়েরর দায়িত্বভার যাঁর কঁধে ন্যাস্ত হল আপাতত, সেই প্রবীণ সিনহা গুজরাত ক্যাডারের আইপিএস। ১৯৮৮ সালের গুজরাতের আইপিএস ক্যাডারে তিনি ছিলেন। এদিন প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন এক কমিটিতে বিরোধী দলনেতা অধীর চৌধুরী ও এস এ বোবদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় সিবিঅইয়ের এই উচ্চপদ ঘিরে।