কলেজ-বিশ্ববিদ্যালয় খুলছে কবে? উপাচার্যদের সঙ্গে বৈঠকে কী সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর

ফেব্রুয়ারি মাসে স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হলেও কলেজ-বিশ্ববিদ্যালয় এখনই খুলছে না। উপাচার্যদের সঙ্গে বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। খুলছে না হোস্টেলও। কোবল মাত্র গবেষণাগারগুলি খোলা থাকবে। মার্চ মাসের সেমেস্টার পরীক্ষাও হবে অনলাইনে এমনই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী।

এদিকে ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ থেকেই রাজ্যের স্কুলগুলি খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে নবম, দশম একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাসই কেবলমাত্র হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ড পরীক্ষার জন্য স্কুল খোলা তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে স্কুলে আসার জন্য অভিভাবকদের অনুমতি লাগবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। কীভাবে স্কুলে ক্লাস করানো হবে তার জন্য সুনির্দিষ্ট গাইড লাইন তৈরি করছে সরকার। সরকারি-বেসরকারি সব স্কুলের ক্ষেত্রেই এই গাইডলাইন মেনে ক্লাস করা হবে।

করোনা আবহে দীর্ঘ এক বছর ধরে বন্ধ রয়েছে রাজ্যের সব স্কুল-কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান। অনলাইনে ক্লাস হলেও বোর্ড পরীক্ষার দিন ঘোষণা হয়ে যাওয়ায় উদ্বেগে রয়েছেন ছাত্রছাত্রীরা। আটকে রয়েছে সায়েন্সের প্র্যাক্টিকা ক্লাসও। সেকারণেই আর উঁচু ক্লাসের পড়ুয়াদের নিয়ে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মে মাস খেরেই শুরু হয়ে যাবে অধিকাংশ বোর্ডের পরীক্ষা। ছোটদের স্কুল কবে খুলবে এই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

More SCHOOL News