স্টাফ রিপোর্টার , হাওড়া : বিজেপির পালটা সভা করছে তৃণমূল এবং তাও সেই একই স্থানে। সেই ডুমুরজলা অঞ্চলে যেখানে বিজেপি যোগদান মেলা নামক সভা করে এবং সেই মঞ্চ থেকেই গেরুয়া বসনে সামনে আসেন রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, রথিন চক্রবর্তীরা। এবার সেই সভার পালটা সভা আয়োজনে বিজেপিকে বিশাল জনসমাগমে জবাব দিতে তৈরি হাওড়ার তৃণমূল সংগঠন।

মঙ্গলবার মাঠ ডুমুরজলা পরিদর্শনে আসেন অরূপ রায়। সেখানেই তিনি বলেন , ‘আমাদের আগেরবারের এই অঞ্চলের সভায় টার্গেট ছিল ৩০ হাজার। দেখেছিলাম ৪০ হাজার ছাড়িয়ে গিয়েছিল সংখ্যা। এবার আমাদের লক্ষ্য ৪০হাজার। আমার মনে হয় এবারও তা পেরিয়ে যাবে।’ একইসঙ্গে তিনি বলেন, ‘বিজেপিকে কোনও দল বলেই মনে করি না। গোটা পূর্ব পশ্চিম মেদিনীপুর থেকে লোক তুলে এনে পাঁচ হাজার লোকও হয়নি যাদের সভায়, তাদেরকে পালটা জবাব কি দেব। যারা দল ছেড়ে গিয়েছে তাদের অনেক চাহিদা আছে। যেখানে সেই আলাদা চাহিদা পাবে বলে মনে হয়েছে সেখানে গিয়েছে। এবার দাঁড়াক তাদের হয় ভোটে। কত ভোটে হারাই দেখে নেবে বাংলার মানুষ।’

প্রসঙ্গত এর মধ্যেই আবার অন্য বিজেপি আবারও বড় কর্মসূচী গ্রহন করেছে। অমিত শাহের বাংলায় আসতে না পারার ‘শখ’ এবারে তারা মিটিয়ে নিতে চাইছে ৬ ফেব্রুয়ারি বাংলায় পরিবর্তন রথযাত্রার সূচনা করে। আয়োজনে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ১১ ফেব্রুয়ারি কোচবিহারে রথযাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লিতে কোর কমিটির বৈঠক শেষে মঙ্গলবার একথা জানালেন কৈলাশ বিজয়বর্গীয়৷ ভোটের আগে রথযাত্রা করে বাংলার প্রচারে ঝড় তুলতে চাইছে বিজেপি। যদিও রথযাত্রা নয়, বরং এই কর্মসূচিকে ‘পরিবর্তন যাত্রা’ নাম দিয়েছেন অমিত শাহরা। ইতিমধ্যে সেই কর্মসূচি প্রায় চূড়ান্ত করে ফেলেছে গেরুয়া শিবির।

জানা গিয়েছে, আগামী ৬ ফেব্রুয়ারি রাজ্যে আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনিই উদ্বোধন করবেন রথযাত্রা কর্মসূচির। চলতি মাসের ১০ তারিখে দু’দিনের সফরে বাংলায় আসবেন অমিত শাহ। ১১ তারিখ কোচবিহারে থাকবেন তিনি। সেখানে রথযাত্রার সূচনা করবেন। বঙ্গ সফরে এসে ঠাকুরনগরেও সভা করবেন শাহ।

এর আগে অমিত শাহের ঠাকুরনগরে সভা করার কথা ছিল। কিন্তু ৩০ ও ৩১ জানুয়ারি দুদিনের সফর বাতিল হয়ে যায় অমিত শাহের। দিল্লিতে ইজরায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণের ফলে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর দিল্লিতে থাকা জরুরি মনে করেন অমিত শাহ। ফলে তিনি বাংলা সফর বাতিল করে দেন।তবে ঠাকুরনগরে মঞ্চ খুলতে নিষেধ করেন অমিত শাহ। এদিকে, মতুয়া সম্প্রদায়কে নাগরিকত্ব প্রদান নিয়ে কী বার্তা দেন অমিত শাহ, তা নিয়ে আগ্রহ তুঙ্গে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

Caption: ৩৭৭ এর শেকল থেকে মুক্তির পর কোথায় দাঁড়িয়ে LGBTQ আন্দোলন। আলোচনায় বাপ্পাদিত্য মুখোপাধ্যায়।