চেন্নাই: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি শুরু করে দিল টিম ইন্ডিয়া৷ টিম হোটেলে ছ’দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষ করে সোমবার বিকেলে আউট ট্রেনিং শুরু করেছিলেন বিরাট-রাহানেরা৷ তবে মঙ্গলবার প্রথম নেট প্র্যাকটিসের আগে টিম হার্ডেলে শিষ্যদের ‘শাস্ত্রীয় বচন’ শোনালেন গুরু রবি৷
৫ ফেব্রুয়ারি থেকে চিপকে লকডাউন পরবর্তী সময় ঘরের মাঠে বাইশ গজে অভিযান শুরু করছে ভারতীয় দল। সোমবার বিসিসিআই-এর তরফে এক প্রেস রিলিজে জানানো হয়, ‘চেন্নাইয়ে টিম হোটেলে ভারতীয় দলের ছ’ দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষ হচ্ছে সোমবার৷ তিনটি আরটি-পিসিআর টেস্ট নির্দিষ্ট সময় অন্তর নেওয়া হয়েছে ক্রিকেটারদের৷ প্রতিবারই প্রত্যেক ক্রিকেটারের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে৷ সুতরাং এদিন বিকেল পাঁচটার পর থেকে আউটডোর ট্রেনিং করবে ভারতীয় দল৷ মঙ্গলবার শুরু হবে নেট সেশন৷’
সোমবার বিকেল পাঁচটার পর চিপকে ওয়ার্ম-আপ করতে দেখা গিয়েছিল ভারতীয় ক্রিকেটারদের৷ মঙ্গলবার সকাল থেকে শুরু হল নেট সেশন৷ এদিন এমএ চিদাম্বরম স্টেডিয়ামে প্র্যাকটিসে নামার আগে বিরাট-রাহানেদের ভাষণ শোনান প্রধান কোচ রবি শাস্ত্রী৷ এদিন সেই ছবি বিসিসিআই অফিসিয়াল ওয়েবসাইটে পোস্ট করে লিখেছে, ‘”Day 1 of our nets session in Chennai and it is Head Coach @RaviShastriOfc who welcomes the group with a rousing address.”
অস্ট্রেলিয়ায় গাব্বায় টেস্ট জয়ের আগে দলকে এই ভাবেই চার্জ-আপ করেছিলেন শাস্ত্রী৷ আর ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই শুরুর আগেই দলকে মোটিভেট করতে ভাষণ দেন গুরু রবি৷ অজিঙ্ক রাহানের নেতৃত্বে ব্রিসবেনে ৩২৮ রান তাড়া করে ম্যাচ জিতে ইতিহাস গড়েছে ভারত৷ গাব্বায় প্রথম টেস্ট জয়ের স্বাদ পাওয়ার পাশাপাশি অস্ট্রেলিয়ার মাটিতে টানা দ্বিতীয়বার টেস্ট জিতে নজির গড়ে টিম ইন্ডিয়া৷ এশিয়ার একমাত্র দল হিসেবে এই নজির রয়েছে ভারতের৷
অজি ‘বধ’ করার পর বিরাট-রাহানেদের লক্ষ্য ঘরের মাঠে ব্রিটিশদের ‘শাসন’ করা৷ সেই লক্ষ্যে মঙ্গলবার থেকে প্রস্তুতি শুরু করে দিলে বিরাটবাহিনী৷ অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টের পর পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফেরা বিরাট ইংল্যান্ড সিরিজের আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন৷ পাশপাশি রাহানের কাছ থেকে নেতৃত্বের ব্যাটনও হাতে নিয়েছেন কোহলি৷
গত বুধবার থেকে চেন্নাইয়ের লীলা প্যালেস হোটেলে কোয়ারেন্টাইনে ছিলেন ভারতীয় ক্রিকেটাররা৷ বায়ো-বাবলের মধ্যে থেকে এদিন প্রথমবার নেটে প্র্যাকটিসে শুরু করছে টিম ইন্ডিয়া৷ অস্ট্রেলিয়া সফরে না-হলেও ইংল্যান্ড সিরিজে ভারতীয় ক্রিকেটারদের পরিবারের সঙ্গে থাকার ছাড়পত্র দিয়েছে বিসিসিআই৷ তাই চেন্নাইয়ে পরিবারকে সঙ্গে নিয়ে টিম হোটেলে দলের সঙ্গে যোগ দিয়েছেন সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানে, ওপেনার রোহিত শর্মা, উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা, অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.