সশস্ত্র বাহিনীর কাছ থেকে হ্যাল ৪৮ হাজার কোটি টাকার বরাত পেয়েছে
প্রতিরক্ষামন্ত্রী বলেন, 'কোভিড প্যানডেমিকের পরিস্থিতির মধ্যেও সশস্ত্র বাহিনীর কাছ থেকে হ্যাল ৪৮ হাজার কোটি টাকার বরাত পেয়েছে৷ দেশে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ক্ষেত্রে এটা সর্বোচ্চ পর্যায়ের বরাত৷ এই সরঞ্জাম প্রস্তুতকরণ বায়ুসেনাকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাবে৷'
৮৩টি লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট কিনবে সরকার
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি জানুয়ারির ১৩ তারিখ ৪৮ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে৷ প্রতিরক্ষা ক্ষেত্রে মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অন্তর্গত এই বরাদ্দ৷ এতে ৮৩টি লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট তেজস মার্ক১এ যুদ্ধবিমান কিনবে সরকার৷
অনেক দেশই তেজস এম১এ যুদ্ধবিমান তৈরি করাতে চাইছে
শুধু ভারত নয়, এবার বিদেশের জন্যও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির সুযোগ পাবে হ্যাল৷ এদিন প্রতিরক্ষামন্ত্রী এমনই প্রতিশ্রুতি দিয়েছেন ওই সংস্থাকে৷ তাঁর কথায়, অনেক দেশই তেজস এম১এ যুদ্ধবিমান তৈরি করাতে চাইছে৷ সেই বরাতগুলিই পাবে হ্যাল৷ পাশাপাশি রাজনাথ সিং জানান, তেজস শুধুমাত্র দেশীয় প্রযুক্তিতেই তৈরি নয়, এই যুদ্ধবিমান বিদেশে তৈরি অন্য যুদ্ধবিমানের চেয়ে ভালো৷ এর ইঞ্জিনের ক্ষমতা, ব়্যাডার সিস্টেম, মিসাইল দৃশ্যমানতার থেকেও দূরে ছোড়া যায়, আকাশেই জ্বালানি ভরতে সক্ষম৷ আর এই রক্ষণাবেক্ষণের খরচও কম৷ প্রতিরক্ষামন্ত্রীর আশা, আগামী তিন-চার বছরে ভারত প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতিতে ১.৭৫ লক্ষ কোটি টাকার লক্ষ্য পূরণ হয়ে যাবে৷