রাস্তায় পেরেক থেকে ব্যারিকেড নিয়ে দিল্লি যেন দুর্গ! পাল্টা দেশ জুড়ে চাক্কা জ্যামের ডাক কৃষকদের

রাস্তায় কোথাও পেরেক , তো কোথাও গার্ডরেল। তৈরি করে দেওয়া হয়েছে মস্ত এক কৃত্রিম দেওয়াল। যা পেরিয়ে আন্দোলনকারীরা যেন বেরিয়ে আসতে না পারেন। এমন এক অবস্থায় সিংঘু সীমান্ত। যেখানে একের পর এক এক প্রাচীর তৈরি করে কৃষক আন্দোলন ঠেকাতে কার্যত দুর্গের রূপ দেওয়া হয়েছে ঘটনাস্থলকে।

দিল্লি সীমান্তের আরও একটি ছবি গতকাল প্রকাশ্যে আসে। সেখানে দেখা গিয়েছে, সীমান্তে দেশাত্মবোধক গান প্রবলহারে বাজাচ্ছে দিল্লি পুলিশ। তবে এরপরই সেই গান বন্ধ করার জন্য কৃষকদের তরফে আসে দাবি। কোনও মতেই লাউডস্পিকারে এই গান বাজানো পছন্দ ছিল না কৃষকদের।

এদিকে, দিল্লি যখন কার্যত দুর্গে রূপান্তরিত হয়েছে কৃষকদের তরফে ও পাল্টা দাবি করে জানানো হয়েছে যে গোটা দেশে তাঁরা এবার আন্দোলনের রাস্তায় নামবেন। যদি না তাঁদের দাবি মেনে নেওয়া হয়। কৃষকদের তরফে শনিবার বিকেল ৩ টে থেকে একটি দেশ জুড়ে চাক্কা জ্যামের ডাক দেওয়া হয়েছে তিনটি কৃষি আইনের প্রতিবাদে।

কৃষকদের তরফে জানানো হয়েছে দিল্লি সীমান্তে যেভাবে তাঁদের আন্দোলনকে ঠেকানো হচ্ছে, তাতে রীতিমতো ক্ষুব্ধ কৃষকরা। জায়গায় জায়গায় ইন্টারনেট বন্ধ থেকে বিদ্যুৎ, জল, বন্ধ করে দেওয়ার মতো ঘটনার প্রতিবাদেই এই চাক্কা জ্যামের ডাক দেওয়া হয়েছে।

More FARMER News