সুশান্ত মণ্ডল: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও আইপিএল সার্কিটে তিনি এখনও ‘হট কেক’৷ ২০২১ আইপিএলে ১৫ কোটির মহেন্দ্র সিং ধোনিকে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস৷ এর ফলে চতুর্দশ সংস্করণের স্যালারি নিয়ে আইপিএল থেকে ধোনির আয় ছাপিয়ে গিয়েছে দেড়শো কোটি৷ আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ১৫০ কোটির মাইলস্টোন টপকে গেলেন মাহি৷

চতুর্দশ আইপিএলে ধোনির স্যালারি ১৫ কোটি৷ ত্রয়োদশ সংস্করণ পর্যন্ত আইপিএলে স্যালারি বাবদ ধোনির আয় ছিল ১৩৭.৮ কোটি টাকা৷ কিন্তু এবারের ১৫ কোটি নিয়ে তিনবারের চ্যাম্পিয়ন অধিনায়কের আয় হল ১৫২ কোটি ৮৪ লক্ষ টাকা৷ আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার দেড়শো কোটির স্যালারি মার্ক অতিক্রম করলেন মাহি৷ আইপিএলে চেন্নাই সুপার কিংস ছাড়াও রাইজিং পুণে সুপারজায়েন্টের হয়ে খেলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক৷ শুধু আইপিএল নয়, সারা বিশ্বের টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগে স্যালারি বাবদ এটাই সবচেয়ে বেশি আয়৷ ইনসাইড স্পোর্টস মানিবল-এর তথ্য অনুসারে এমনটাই জানা গিয়েছে৷

আইপিএল থেকে স্যালারি বাবদ আয়ে দু’ নম্বরে রয়েছেন রোহিত শর্মা৷ মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচবার চ্যাম্পিয়ন করা রোহিতের আয় ১৪৬ কোটি ৬০ লক্ষ টাকা৷ ডেকান চার্জাসের হয়ে আইপিএল অভিযান শুরু করা রোহিত হলেন আইপিএলের ইতিহাসে সফতম ক্যাপ্টেন৷ ডেকান চার্জার্সে হয়ে সেভাবে পারর্ফম করতে পারেনি রোহিত৷ কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে সাফল্যের শিখরে পৌঁছন মুম্বইয়ের এই ডানহাতি ব্যাটসম্যান৷ গত আইপিএলেও মরু শহরে মুম্বই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন হয়েছে রোহিতের হাত ধরে৷

২০২১ আইপিএলে রোহিতকে ধরে রাখে মুম্বই ইন্ডিয়ান্স৷ ফলে আইপিএলের চতুর্দশ সংস্করণে ‘হিটম্যান’-এর স্যালারি ১৫ কোটি টাকা৷ যা তাঁর আইপিএলের উদ্বোধনী সংস্করণের চেয়ে চারশো গুণ বেশি৷ ডেকান চার্জার্সে রোহিতের স্যালারি ছিল ৩ কোটি টাকা৷ কিন্তু ২০১১ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন রোহিত৷ তাঁর হাত ধরেই আইপিএলে সাফল্যের শিখরে পৌঁছয় নীতা আম্বানির দল৷

আইপিএলে স্যালারি বাবদ আয়ের নিরিখে তিন নম্বরে রয়েছেন বিরাট কোহলি৷ ক্যাপ্টেন হিসেবে গত ৮ বছরে ট্রফি দিতে পারেননি বিরাট৷ তবুও ২০২১ আইপিএলেও কোহলিকে ধরে রেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ ২০২১ আইপিএল বিরাটের স্যালারি ১৭ কোটি টাকা৷ গত আইপিএলও একই স্যালারি পেতেন কোহলি৷ কিন্তু আইপিএলের প্রথম সংস্করণে বিরাটের স্যালারি ছিল মাত্র ১২ লক্ষ টাকা৷ তার থেকে ১৪ হাজার শতাংশ কোহলির স্যালারি বৃদ্ধি পেয়েছে৷ আইপিএল থেকে স্যালারি বাবদ কোহলির আয় ১৪৩ কোটি ২০ লক্ষ টাকা৷

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

Caption: ৩৭৭ এর শেকল থেকে মুক্তির পর কোথায় দাঁড়িয়ে LGBTQ আন্দোলন। আলোচনায় বাপ্পাদিত্য মুখোপাধ্যায়।