বিজেপির মুখ কে হবেন, জানিয়ে দিলেন মুকুল
মঙ্গলবার বারুইপুরে একদা তৃণমূলের তিন কান্ডারি বিজেপির জার্সিতে ময়দানে নেমেছিলেন। আক্ষরিক অর্থেই নব্য বিজেপির এই সভায় মুকুল রায় বিজেপির জন্য নতুন মুখ প্রাপ্তির কথা জানিয়ে দিলেন। তিনি জায়গা ছাড়ার বার্তা দিয়ে যেমন জল্পনা তৈরি করেছিলেন, একইসঙ্গে জল্পনা বাড়িয়ে দিলেন বিজেপির মুখ কে হবেন, সেই বার্তায়।
বাংলায় পরিবর্তনের আর এক নাম শুভেন্দু
মুকুল রায় বলেন ২০১১ সালে বাংলায় পরিবর্তন এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করে। ২০২১-এ আরও একটা পরিবর্তন আসছে। এবার বাংলায় পরিবর্তনের আর এক নাম হয়ে উঠবেন শুভেন্দু অধিকারী। তাঁর প্রচ্ছন্ন বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন ঘটতে চলেছে ১০ বছরের মাথায়। রাজ্যে প্রতিষ্ঠা হবে বিজেপির শাসন।
শুভেন্দুই বিজেপির মুখ হতে চলেছেন ২০২১-এ!
শুভেন্দু অধিকারীই যে বিজেপির মুখ হতে চলেছেন ২০২১-এর ভোটে সেই বার্তা দিয়ে রাখলেন মুকুল রায়। শুভেন্দু অধিকারীকে মুখ করেই যে এবার বিজেপি লড়বে, তা কার্যত নিশ্চিত। শুভেন্দু অধিকারী সহযোগী হিসেবে পেয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়কে। কিছুদিন আগে উপনির্বাচনে রাজীব বন্দ্যোপাধ্যায়কে সঙ্গী করে সাফল্য এনছিলেন শুভেন্দু। এবার বিজেপির পক্ষে সাফল্য আনার পালা।
মমতার বিকল্প মুখের সন্ধান দিলেন মুকুল রায়
মুকুল রায় তিন বছর ধরে চেষ্টা করছেন শুভেন্দু অধিকারীকে বিজেপিতে আনতে। যেদিন থেকে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন, সেদিন থেকেই তিনি পরিকল্পনা সেরে ফেলেছিলেন, শুভেন্দুকে আনবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ করে। এতদিনে সেই পরিকল্পনা সফল হয়েছে। শুভেন্দু বিজেপির পতাকা তলায় এসেছেন। তিনিই হয়ে উঠবেন মমতার বিকল্প মুখ।
মমতার পর জনপ্রিয়তায় শুভেন্দু অধিকারীই এগিয়ে
মমতা বন্দ্যোপাধ্যায়ের পর জনপ্রিয়তায় শুভেন্দু অধিকারীই এগিয়ে। জননেতা হিসেবে তিনিই বাংলায় মমতার পরের স্থানে। সেই নিরিখে বিজেপি জিতলে শুভেন্দুর সুযোগ সর্বাগ্রে। আর শুভেন্দুকে যেভাবে গুরুত্ব দিচ্ছেন অমিত শাহ, তাতে তাঁকে মুখ করেই বিজেপি এই যুদ্ধ লড়তে চাইবে। মুকুল রায় মমতাকে চ্যালেঞ্জ জানিয়ে তেমনই বার্তা দিয়েছেন বারুইপুরের সভা থেকে।