বাংলায় দৈনিক করোনা সংক্রমণ ২০০-র সামান্য বেশি, ১৯ জেলায় ১০-এর নিচে আক্রান্ত

বাংলায় দৈনিক করোনা সংক্রমণ সোমবারের তুলনায় সামান্য বেড়েছে মঙ্গলবার। এদিন ২০০-র সামান্য বেশি সংক্রমিত হয়েছেন। বাংলার ১৯ জেলায় ১০-এর নিচে বিগত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা। কলকাতা ও উত্তর ২৪ পরগনার সংক্রমণ ৫০-এর সামান্য উপরে। বাকি দুই জেলায় ১০-এর সামান্য উপরে।

Positive story : রাজ্যে নতুন করে সুস্থের সংখ্যা বাড়ল ৩০৬ জন

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২০৩ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫ লক্ষ ৭০ হাজার ১৭৭ জন। এদিন ২০৩ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭০ হাজার ৩৮০ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০১৮৮। এদিন মৃত্যু হয়েছে ৯ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫ লক্ষ ৭০ হাজার ৩৮০ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৫ হাজার ৩০৫ জন। এদিন ১১৫ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ২০৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৩০৯ জন। মোট করোনা মুক্ত হলেন ৫ লক্ষ ৫৪ হাজার ৮৮৭ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.২৮ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৮০ লক্ষ ৩৬ হাজার ৩২৯ জনের। ১০৩টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৮৯২৯৩। এদিন টেস্টিং হয়েছে ২২৩০৭ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৭.১০ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১২৭৯৩১। এদিন ৫৬ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১২১৮৭১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫৪ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৯ জন বেড়ে হয়েছে ৩৬৯৮৪। হাওড়ায় আক্রান্ত ৩৫৫৪৬। এদিন আক্রান্ত হয়েছেন ৯ জন। হুগলিতে ৭ জন বেড়ে আক্রান্ত ২৯৪৪১ জন।

More CORONAVIRUS News