সোনার দাম বাজেটের পরদিনই হু হু করে নিম্নমুখী! ২ ফেব্রুয়ারি কলকাতায় দর একনজরে

বাজেটের দিন সেনসেক্সের মতোই চাঙ্গা ছিল সোনার দাম। নির্মলা সীতারমনের বাজেটে আমদানী শুল্ক কাটছাঁটের ঘোষণার পরদিনই ২ রা ফেব্রুয়ারি সোনার দাম হু হু করে পড়তে থাকে। এদিন কলকাতা সহ দেশের বাকি অংশে সোনার দাম কোথায় গিয়ে দাঁড়াল দেখা যাক।

সোনার দাম ২ ফেব্রুয়ারি

সোনার দাম এদিন ২ ফেব্রুয়ারি মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে কমতে শুরু করেছে। এদিন ১০ গ্রামে সোনার দাম ০.৬ শতাংশ কমেছে। ফলে সোনার দামে শুল্কের বোঝা কমিয়ে স্বর্ণব্যবসায়ীদের সুবিধা করতে চেয়ে নির্মলার পদক্ষেপের পরই দেখা যাচ্ছে, ভারতের ঘরোয়া বাজারে সোনার দাম উদ্বেগে রাখছে বিনিয়োগকারীদের।

রুপোর দাম

রুপোর দাম এদিন ২ শতাংশ কমেছে ১ কেজিতে। ফলে ১ কেজি রুপোর দাম ২ ফেব্রুয়ারি দাঁড়িয়েছে ৭২,০০৯ কেজি।

কলকাতায় সোনার দাম

২২ ক্যারেটে সোনার দাম কলকাতায় দাঁড়িয়েছে ৪৮,১৬০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম সেখানে ৫২,২৮০ টাকা দাঁড়িয়েছে।

অন্যান্য শহরে সোনার দাম

এদিন দিল্লিতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৮,১৬০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৫২,২৮০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৮,৪৬০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৪৯,৪৬০ টাকা। চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,৯৫০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৫০,৭১০ টাকা।

(তথ্য সূত্র গুড রিটার্নস)

বিজেপির বঙ্গ জয়ে নতুন 'অঙ্ক' মুকুলের! দিল্লি যাত্রার আগে নয়া জল্পনা

More GOLD News