২০২১ সালের নেট পরীক্ষার দিন ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। ন্যাশনাল টেস্টিং এজেন্সির ২ মে থেকে নেট পরীক্ষা নেবে বলে জানিয়েছে। টুইট করে একথা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। জুনিয়র রিসার্চ ফেলোিশপের জন্য পরীক্ষা নেওয়া হবে। ২ মে থেকে শুরু হয়ে সেটা শেষ হবে ১৭ মে-তে।
কম্পিউটার বেসড ফরম্যাটে হবে পরীক্ষা। ইউডিসির সাইটেই পরীক্ষার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন পরীক্ষার্থীরা। করোমা আবহে কীভাবে নেট পরীক্ষা হবে এই নিয়ে অনিশ্চয়তায় ছিলেন পরীক্ষার্থীরা। ২ ফেব্রুয়ারি থেকেই ওয়েবসাইটে ফর্ম পাবেন পরীক্ষার্থীরা। ugcnet.nta.nic.in এই ওয়েবসাইটে অনলাইনেও ফর্ম ফিলাপ করতে পারবেন তিনি। মার্চ মাসের ৩ তারিখের মধ্যে আবেদন পত্র জমা দিতে হবে।
করোনা কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে দেশের শিক্ষা ব্যবস্থা। স্কুল, কলেজ না খুললেও পরীক্ষা গুলি নির্ধারিত সময়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই সিবিএসই-র বোর্ড পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে। মে মাসের চার তারিখ থেকে সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা শুরু হবে। স্কুলে গিয়েই পরীক্ষা দিতে পারবেন তাঁরা। পরীক্ষা শেষ হবে জুন মাসে। করোনা কারণে গতবার সিবিএসই-র সব পরীক্ষা বাতিল করা হয়েছিল। ইন্টারনাল অ্যাসেসমেন্টের মাধ্যমে পরীক্ষার ফল প্রকাশ করা হয়।