বাংলায় বিজেপি কাদের নেতৃত্বে সরকার গড়তে চাইছে! মুকুল রায় দিয়ে রাখলেন আভাস, তুঙ্গে জল্পনা

বঙ্গ বিজেপিতে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে? এই প্রশ্ন নিয়ে সদ্য এক সমীকরণের প্রসঙ্গ তুলে জবাব দিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। এবার মুকুল রায়ের মুখেও উঠে এল বঙ্গ বিজেপির সরকার গড়া নিয়ে একাধিক বার্তা। কালনার সভা থেকে তিনি যেমন তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ও প্রশান্ত কিশোরদের, তেমনই বঙ্গবিজেপির নীতি নিয়েও মুখ খুলেছেন তিনি।

প্রশান্ত কিশোরকে পাল্টা বার্তা মুকুলের!

ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর দাবি করেছিলেন যে বাংলার ভোটে বিজেপি কিছুতেই পার করতে পারবে না দুই অঙ্কের ভোট সংখ্যা। এবার তার পাল্টা বার্তা দিয়ে কালনার সভা থেকে মুকুল রায় দাবি করেছেন 'আমিও রাজনীতির 'রাজনীতির ছাত্র হিসাবে আমিও খুব খারাপ নই। যদি রাজনীতি একচুও বুঝে থাকি , তাহলে নিশ্চিত জেনে রাখুন তৃণমূল তিন অঙ্কে পৌঁছতে পারবে না।'

'আমাদের যুব ছেলেরা বড় হচ্ছে, বড় হয়েছে'

মুকুল রায় কালনার সভা থেকে গতকাল স্পষ্ট ইঙ্গিত দেন যে বিজেপি বাংলাতে এবার যুবশক্তিকে ভর করেই এগিয়ে যেতে চাইছে। একই স্ট্র্যাটেজি নিয়ে কার্যত বিজেপি একাধিক ভোট বৈতরণী পার করেছে। তবে বাংলার জমি অন্য রাজনৈতিক ধাতুতে গড়া। সেই জায়গা থেকে সমীকরণ নিয়ে জল্পনা থেকে যাচ্ছে। তবে গতকালকের সভায় মুকুল রায় বলেন, 'আমাদের যুব ছেলেরা বড় হয়েছে, বড় হচ্ছে। ' আর তাঁদের নেতৃত্বের কথাই এদিন তুলে ধরেন মুকুল রায়।

বিজেপি কাদের নেতৃত্বে সরকার গড়বে?

'আমাদের যুব ছেলেরা বড় হয়েছে, বড় হচ্ছে। তাঁদের নেতৃত্বে সরকার হবে।' এই বার্তা কালনার মঞ্চ থেকে দিয়ে মুকুল রায় বলেছেন, 'এটা আপনারা লিখে রাখুন।' প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী ছিলেন কালনার সভায় মুকুল রায়ের সঙ্গে অন্যতম বক্তা। আর এমন অক সভায় মুকুল রায়ের এই বক্তব্য রীতিমতো তাৎপর্যপূর্ণ বলে দাবি করেছেন অনেকেই।

যুব শক্তি , বিজেপি ও মুকুল রায়

প্রসঙ্গত, কালনার সভায় মুকুল রায় বলেন, 'আমি রাজীবের বক্তৃতা শুনছিলাম রাজীব ভালো বলে। কৃষ্ণও ভালো বলে ( স্থানীয় নেতা)।' আর এই বক্তব্য রেখেই তিনি সভায় শুভেন্দুও ভালো বক্তব্য রাখবেন বলে আশা প্রকাশ করে ইঙ্গিত দেন। প্রসঙ্গত, বাংলার রাজনীতিতে রাজীব থেকে শুভেন্দুদের প্রবেশের পর মুকুলের লাইমলাইট ম্লান হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর সেই জল্পনার মাঝে কালনার সভায় মুকুল রায়ের বক্তব্য রীতিমতো তাৎপর্যপূর্ণ বলে দাবি করা হচ্ছে।

বিজেপি নেতা স্বামী এবার 'বেসুরো'! পেট্রোলের দাম নিয়ে 'সীতার নেপাল, রাবণের লঙ্কা'র সঙ্গে তুলনা 'রামের ভারতের'

More MUKUL ROY News