কেকেআর সংসারে নতুন সদস্যের অন্তর্ভূক্তি ঘটল। এক ফুটফুটে পুত্র সন্তানের বাবা হলেন স্পিনার সুূনীল নারিন। একরত্তির ছবি টুইটারে পোস্ট করেছে কলকাতা নাইট রাইডার্স। তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। স্পিনার নারিন এবং তাঁর স্ত্রী অ্যাঞ্জেলিয়াকে শুভেচ্ছাও জানিয়েছে শাহরুখ খান শিবির।
গত ডিসেম্বরেই সোশ্যাল মিডিয়ায় সুনীল নারিন জানিয়েছিলেন যে তিনি বাবা হতে চলেছেন। ভূমিষ্ট হওয়ার আগে ভাবি সন্তানের লিঙ্গও জানিয়ে দিয়েছিলেন কেকেআর তারকা। সেই ঘোষণার জন্য ত্রিনিদাদে একটি বিরাট অনুষ্ঠান আয়োজন করেছিল নারিন পরিবার। তা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল।
বর্তমানে আবু ধাবি টি১০ লিগ খেলতে ব্যস্ত রয়েছেন সুনীল নারিন। ডেকান গ্ল্যাডিয়েটর্সের হয়ে এখনও পর্যন্ত সেই টুর্নামেন্টে তিনটি ম্যাচ খেলেছেন ক্যারিবিয়ান স্পিনার। মাত্র ৫ রান এসেছে নারিনের ব্যাট থেকে। ৩ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার। তারই মধ্যে বাবা হওয়ার আনন্দে ডগমগ হয়েছেন সুনীল নারিন।
করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হওয়া ২০২০ সালের আইপিএলে মাত্র ৫টি উইকেট নিতে সক্ষম হয়েছিলেন সুনীল নারিন। ১২১ রান এসেছিল তাঁর ব্যাট থেকে। তা সত্ত্বেও আগামী মরসুমের জন্য ক্যারিবিয়ান তারকাকে ধরে রেখেছে শাহরুখ খানের দল। নারিনের প্রতি যে কেকেআর এখনও কতটা নির্ভরশীল, এ ঘটনা সেটাই প্রমাণ করে।
It’s a baby boy 👶
— KolkataKnightRiders (@KKRiders) February 1, 2021
Congratulations to @SunilPNarine74 and Jellia on becoming proud parents of the latest member of our Knight Riders family 💜#SunilNarine #KKR #Cricket pic.twitter.com/zTDySrXo8P
তাই সূনীল নারিনের বাবা হওয়ার খবর সবার প্রথমে সোশ্যাল মিডিয়ায় চাউর করে কলকাতা নাইট রাইডার্স। সদ্যজাত পুত্র সন্তানের পিছন থেকে তোলা একটি ছবি টুইটারে পোস্ট করেছেন ভেঙ্কি মাইসোররা। যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।