অধিকারী গড়ে মোদী থাকবেন বিজেপির সভায়! জনসভায় জমায়েতের লক্ষ্যমাত্রা নিয়ে গেরুয়া শিবিরে কোন উদ্যোগ

রাজ্যে ৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সফর ঘিরে রীতিমতো তোলপাড় বাংলার রাজনীতি। একাধিক প্রকল্প উদ্বোধনের জন্য তিনি রাজ্যে আসছেন। তবে বাংলার রাজনীতি তোলপাড় হয়েছে মোদীর বঙ্গ সফরে

হলদিয়ার প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে। সেখানে শুভেন্দুর ভাই সাংসদ দিব্যেন্দু অধিকারীকে আমন্ত্রণ ঘিরেই জল্পনা তুঙ্গে। এরই মাঝে বিজেপির অন্দরমহল থেকে উঠে আসছে একাধিক বার্তা।

মোদীর কর্মসূচি ৭ ফেব্রুয়ারি

প্রসঙ্গত, নরেন্দ্র মোদী ৭ ফেব্রুয়ারি হলদিয়ায় পৌঁছে প্রথমে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। পরবর্তীকালে বিকেল ৩ টেয় বিজেপির জনসভায় যাবেন। এমনই খবর উঠে আসছে বিজেপি সূত্রে।

অধিকারীগড়ে মোদীর সভায় শুভেন্দু

সেই সভায় বিজেপির হেভিওয়েটরা উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। উপস্থিত থাকার কথা কৈলাস বিজয়বর্গীয় থেকে শিব প্রকাশ, পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানরা। উপস্থিত থাকার কথা বঙ্গ বিজেপির প্রধান দিলীপ ঘোষ ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর।

কোথায় হবে সভা?

জানা গিয়েছে হলদিয়ার হেলিপ্যাড মাঠের সরকারি অনুষ্ঠানের মঞ্চ যেখানে গড়া হয়েছে, তার অদূরেই বিজেপির দলীয় সভার মঞ্চ তৈরির প্রস্তুতি শুরু হয়েছে। এদিকে, শুভেন্দুদের অধিকারী পরিবারের খাসতালুকে মোদীর জনসভা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। বিশেষত বিজেপিতে শুভেন্দু আর সৌমেন্দুর যোগ দেওয়ার পর থেকেই মোদীর সভা ঘিরে তুঙ্গে জল্পনা।

জনসভায় কত জমায়েতের লক্ষ্যমাত্রা ?

জানা গিয়েছে, মোদীর ওই জনসভায় বিজেপি ২ লক্ষের বেশি জমায়েতের লক্ষ্যমাত্রা স্থির করেছে। তাই ২৪৪৪ টি বুথের প্রতিটি থেকে অন্তত ১০০ জনকে মোদীর সভায় যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। এক নামী সংবাদমাধ্যম এমনই খবর প্রকাশ্যে এনেছে।

রাজীব-শুভেন্দুর হাত ধরে মঙ্গলেই পদ্মাসনে দীপক! নজরে বারুইপুরের সভা

More NARENDRA MODI News