ফাইনালে নিউজিল্যান্ড
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে এখনও পর্যন্ত পাঁচটি সিরিজ খেলেছে নিউজিল্যান্ড। এগারোটি ম্যাচের মধ্যে সাতটি জিতেছে কেন উইলিয়ামসন শিবির। চারটি ম্যাচ হেরেছে। ৪২০ পয়েন্ট ও ৭০ শতাংশ পয়েন্টের হার নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কিউয়ি শিবির। তা সত্ত্বেও টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল কিউয়ি শিবির।
কেন ফাইনালে নিউজিল্যান্ড
ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা অস্ট্রেলিয়ার। সেই মতো দলও ঘোষণা করে ফেলেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু করোনা ভাইরাসের জন্য অস্ট্রেলিয়ার সফর বাতিল হয়ে গিয়েছে। সে কারণেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড।
ফাইনাল পৌঁছতে পারে ভারত
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারে ভারত। তা করতে হলে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে অন্তত দুটি ম্যাচ জিততেই হবে ভারতকে। ২-১ ফলাফলে সিরিজ জিতলেও ফাইনাল খেলবে ভারত। অন্যদিকে আসন্ন সিরিজে ভারতের বিরুদ্ধে অন্তত তিনটে ম্যাচ জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছবে ইংল্যান্ড ক্রিকেট দল। আবার ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ ড্র হলে ফাইনালে পৌঁছবে অস্ট্রেলিয়া।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল
আগামী ১৮ জুন লন্ডনের ঐতিহাসিক লর্ডসে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ শুরু হবে। ২২ জুন পর্যন্ত চলবে খেলা।