ভয়ঙ্কর খেলা হবে, আর এই খেলার রেফারি মমতা বন্দ্যোপাধ্যায়
উল্লেখ্য, 'ভয়ঙ্কর খেলা হবে, আর এই খেলার রেফারি মমতা বন্দ্যোপাধ্যায়।' কয়েকদিন আগেই ইলামবাজারের জনসভা থেকে বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অনুব্রত বলেছিলেন, 'খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। এই মাটিতে খেলা হবে। আর এই খেলার রেফারির মমতা বন্দ্যোপাধ্যায়।' ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের স্লোগান 'ভয়ঙ্কর খেলা হবে' রাজ্যজুড়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়েছে।
বেহালায় শোভন চট্টেপাধ্যায়
এদিকে ডায়মন্ড হারবারের পর এবার বেহালাতে সভা মিছিল করতে চলেছেন শোভন চট্টেপাধ্যায়। সঙ্গে থাকবেন তাঁর বান্ধবী বৈশাখী। দুপুর ৩টেয় বেহালার ১৪ নম্বর বাসস্ট্যান্ড থেকে ঠাকুরপুকুর থ্রিএ পর্যন্ত রোড শো করবেন তিনি। সঙ্গে বিজেপির অন্য শীর্ষ নেতারাও থাকবেন আজকের এই মিছিলে। প্রায় সাড়ে তিনবছর পরে বেহালায় ফিরে শোভন চট্টোপাধ্যায় কী বলেন, তা নিয়েও অনেক কর্মী, সমর্থকরা অপেক্ষায় রয়েছেন।
শোভনের কর্মসূচি নিয়ে কোনও আগ্রহ দেখাননি রত্না
এদিকে শোভন চট্টোপাধ্যায়ের বেহালার কর্মসূচি নিয়ে সেরকম কোনও আগ্রহ দেখাননি স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রোড শো-এর কথা তিনি শুনেছেন। কিন্তু তাঁর কোনও আগ্রহ নেই। ওই মহিলাকে নিয়ে তিনি যত বেশি এলাকায় আসবেন, তৃণমূলের ভোট তত বাড়বে বলে মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি রত্না চট্টোপাধ্যায় বলেছেন, সাড়ে তিনবছর তাঁর সঙ্গে বাড়ির কোনও সম্পর্কে নেই। নিজের সন্তানদেরও তিনি কোনও খোঁজ নেন না। মানুষ এর জবাব দেবে বলেও মনে করেন রত্না।
শোভনকে পার্থর চ্যালেঞ্জ
অন্যদিকে এদিন শোভন চট্টোপাধ্যায়ের কর্মসূচি শুরু হওয়ার আগেই এলাকায় পাল্টা কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও তৃণমূলের তরফে একে পাল্টা কর্মসূচি বলতে নারাজ। রবিবার তৃণমূলের কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন, বেহালা পশ্চিমের তৃণমূল বিধায়ক তথা দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সেই অনুযায়ী, ১১৯ নম্বর ওয়ার্ডের ২৯ পল্লির মোড় থেকে মঙ্গলবার বেলা ১২ টায় মিছিল শুরু করবে তৃণমূল কংগ্রেস।