শুভেন্দু-রাজীব এবার তৃণমূলের কোমর ভাঙলেন অভিষেকের গড়ে, দলবদল অব্যাহত

একুশের ভোটের আগে তৃণমূলের কোমর ভেঙে গিয়েছে বিজেপির যোগদান মেলায়। শুভেন্দু-রাজীব থেকে শুরু করে তৃণমূলের বাঘাবাঘা নেতারা এখন বিজেপিতে। আর আরএসএসের পরামর্শ মেনে এখন থেকে যোগদান প্রক্রিয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। তা সত্ত্বেও শুভেন্দু-রাজীবের হাত ধরে বড় যোগদান হল বিজেপিতে।

বিজেপিতে বিরাট যোগদান শুভেন্দু-রাজীবের হাত ধরে

অভিষেকের গড় বারুইপুরে এদিন সভা করে শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তরুণ তুর্কি দুই নেতা এবার জুটি বেঁধেছেন বিজেপিতে। তাঁদের হাত ধরেই এদিন বিজেপিতে বিরাট যোগদান হল। ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার যোগ দিলেন বিজেপিতে। তাঁর নেতৃত্বেই হল যোগদান।

বিধায়কের নেতৃত্বে ১৩৫ জন যোগ দিলেন বিজেপিতে

শোভন-ঘনিষ্ঠ বিধায়ক দীপক হালদার একা নন, বিজেপিতে তাঁর নেতৃত্বে এদিন যোগ দিলেন ১৩৫ জন নেতা-কর্মী। শুভেন্দু জানান, এই ১৩৫ জনের মধ্যে ১০৫ জনই তৃণমূলের। বাকি ৩০ জন বামফ্রন্ট ও কংগ্রেসের। এই যোগদান শুধু ট্রেলার। সিনেমা এখনও বাকি আছে। যতদিন যাবে ততই প্রকট হবে।

বারুইপুরে বিজেপির যোগদান, পরের অভিযানটা কোথায়

শুভেন্দু বলেন, বারুইপুরে বিজেপির যোগদান মেলা হল। এবার পরের অভিযানটা হবে কুলতলিতে। এভাবেই ভাইপোর গড় ফাঁকা হয়ে যাবে। তৃণমূল করার লোক থাকবে না। একেই তো তৃণমূল এখন প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে গিয়েছে। দু-জন মিলে এই কোম্পানি চালাচ্ছে, তারপর বুদ্ধি ধার করতে ৫০০ কোটি টাকা দিয়ে বিহার থেকে একজনকে এনেছে।

পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় প্রথম পরিবর্তন

শুভেন্দু বলেন, ভাইপোর গড়েও ভাঙন ধরে গেল। যদিও এই গড় আসবে শোভন চট্টোপাধ্যায়ের। গঙ্গা পারের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় প্রথম পরিবর্তন এসেছিলেন ২০০৮ সালে। সেবার এই দুই জেলায় তৃণমূল থেকে আমরা জেলা পরিষদ দখল করেছিলাম। তার কারিগর ছিলাম আমি আর কাননাদা অর্থাৎ শোভন চট্টোপাধ্যায়। আর ভাইপো তো ২০১১-য় শুরু করেছে যাত্রা।

তৃণমূলের নব্যদের মানছেন না বিজেপির আদিরা! একুশে বুমেরাংয়ের আশঙ্কা সঙ্ঘের

More RAJIB BANERJEE News