ফের পশ্চিমী ঝঞ্ঝার দাপট
বুধ, বৃহ্সপতিবার নাগাদ ফের পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হানতে চলেছে উত্তর পশ্চিম ভারতে। যার জেরে উত্তর রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম উত্তর প্রদেশ, হিমাচলপ্রদেশ, জম্মু কাশ্মীর ও লাদাখে আবহাওয়ার পরিবর্তন হবে। হিমাচলপ্রদেশ, জম্মু কাশ্মীর ও লাদাখে তুষারপাতের সঙ্গে বৃষ্টিও হতে পারে।
এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আসতে পারে রাজ্যের উত্তরাংশেও। এর সঙ্গে পূবালী হাওয়া যুক্ত হয়ে সিকিম ও দার্জিলিং-এ সপ্তাহ শেষে বৃষ্টির সঙ্গে তুষারপাত হতে পারে বলেও জানানো হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মধ্যম মানের কুয়াশা থাকতে পারে। বাকি জেলাগুলিতেও কুয়াশার দাপট দেখা দিতে পারে। দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে যেতে পারে। সপ্তাহ শেষে দার্জিলিং-এ বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তারপর থেকে দুনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে। আলিপুরদুয়ারে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। তবে আগামী ২৪ ঘন্টায় প্রায় সবকটি জেলাতেই মাঝারি মানের কুয়াশা দেখা দিতে পারে। আগামী তিন থেকে চার দিনে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। এরপর থেকে দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে। আগামী ২৪ ঘন্টায় পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার কোনও কোনও জায়গায় শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৯.৬ (৯)
বালুরঘাট ৯.৮ (৭.৬)
বাঁকুড়া ৯.২ (৯.১)
ব্যারাকপুর ৭.৯ (৭.৬)
বহরমপুর ৮.৬ (১২.৬)
বর্ধমান ১০.২ (৮.৬)
ক্যানিং ১০ (৯.৬)
কোচবিহার ৭.৪ (৭.১)
দার্জিলিং ৪.২ (৩ )
দিঘা ১০.৬ (১০.৩)
কলকাতা ১১.৫ (১১.৪)
মালদহ ১১ (৮.৯)
পানাগড় ৬.৪ (৬.৪ )
পুরুলিয়া ৮.৫ ( ৮.৫)
শিলিগুড়ি ৬.৮ (৬.৫)
শ্রীনিকেতন ৮.৭ (৭)