নয়াদিল্লি: দেশে অনেকটাই নিম্নমুখী করোনা-গ্রাফ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৯ হাজারেরও নীচে নেমে এল। একদিনে দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৬৩৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৯৪ জনের।
সব মিলিয়ে বুধবার সকাল পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৭ লক্ষ ৬৬ হাজার ২৪৫। যার মধ্যে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ৬৩ হাজার ৩৫৩। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১ লক্ষ ৫৪ হাজার ৪৮৬।
করোনাকালে স্বস্তির খবর। ইতিমধ্যেই দেশজুড়ে করোনার টিকাকরণ অভিযান শুরু হয়েছে। আপাতত দুটি ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার তৈরি ‘কোভিশিল্ড’ এবং ভারত বায়োটেক ও আইসিএমআর-এর তৈরি ‘কোভ্যাক্সিন’ দেওয়া চলছে রাজ্যে-রাজ্যে।
প্রথম পর্বে দেশের ৩ কোটি ফ্রন্টলাইন ওয়ার্কারদের করোনার টিকা দেওয়া হচ্ছে। সোমবারই বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন শীঘ্রই আরও দুটি করোনার ভ্যাক্সিন আসছে।
এই আবহেই এবার দেশে অনেকটাই কমল করোনার দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৬৩৫ জন। একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৯৪ জনের। দেশে করোনায় সর্বাধিক সংক্রমিত রাজ্য মহারাষ্ট্র।
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী বুধবার সকাল পর্যন্ত সেরাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২০ লক্ষ ২৮ হাজার ৩৪৭। করোনামুক্তের সংখ্যাও বাড়ছে দেশে। বর্তমানে দেশে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ৬৩ হাজার ৩৫৩। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১১,৮৫৮।
দেশে করোনার টিকাকরণের প্রক্রিয়া চলছে পুরোদমে। ইতিমধ্যেই দেশজুড়ে ৩৯ লক্ষ ৫০ হাজারের বেশি মানুষকে করোনার প্রতিষেধক দেওয়া হয়েছে। আগামী দিনে টিকাগ্রহীতার সংখ্যা আরও বাড়বে। এই পরিস্থিতিতে দেশে করোনার দৈনিক সংক্রমণও কমবে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একটি বড় অংশ।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.