২০১৬ সালের পর থেকে ঘরের মাঠে সেরা
২০১৬ সালের পর থেকে ঘরের মাঠে ২২টি টেস্ট ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। ৮৬.১৭-এর গড়ে ভারত অধিনায়কের ব্যাট থেকে এসেছে ২৪৯৯ রান। তাতে ১০টি শতরান সামিল রয়েছে। শেষ পাঁচ বছরে ঘরের মাঠে টেস্টে এত পরিমাণ রান বিশ্বের অন্য কোনও ব্যাটসম্যান করতে পারেননি। বিরাটের খুব কাছে থাকা নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ঘরের মাঠে ২৪টি টেস্ট ম্যাচ খেলে ২২৬২ রান করেছেন।
ঘরের মাঠে সেরা রানের গড়
শুরু থেকে এখনও পর্যন্ত ঘরের মাঠে বিরাট কোহলি যে-কয়টি টেস্ট খেলেছেন, তার প্রেক্ষিতে ভারত অধিনায়কের রানের গড় ৬৮.৪২। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে যা সর্বকালের সেরা। ঘরের মাঠে টেস্টে ৫৯.৮৪-এর গড়ে রান করা চেতেশ্বর পূজারা রয়েছেন তালিকার দ্বিতীয় স্থানে। তালিকার তৃতীয় স্থানে থাকা প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন, ঘরের মাঠে টেস্টে ৫৫.৯৩-এর গড়ে রান করেছেন।
অধিনায়ক হিসেবে সর্বাধিক শতরান
দেশের মাটিতে ভারতীয় ক্রিকেট দলকে এখনও পর্যন্ত ২৬টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। একই সঙ্গে তিনি ১০টি শতরান হাসিল করেছেন। ঘরের মাঠে অধিনায়ক হিসেবে টেস্টে এতগুলি শতরান অন্য কোনও ভারতীয় ক্রিকেটারের ঝুলিতে নেই।
পন্টিংকে টপকে যাওয়ার সুযোগ পাবেন বিরাট
ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে টেস্টে সর্বাধিক শতরান করা অধিনায়ক তথা ব্যাটসম্যানদের তালিকার শীর্ষ স্থানে থাকা রিকি পন্টিংকে টপকে যাওয়ার সুযোগ পাবেন বিরাট কোহলি। অধিনায়ক হিসেবে ঘরের মাঠে ৩৯টি টেস্ট ম্যাচ খেলে ১১টি শতরান হাঁকিয়েছেন অস্ট্রেলিয় কিংবদন্তি। আসন্ন সিরিজে মাত্র দুটি শতরান করলেই সেই পাহাড় ডিঙিয়ে যাবেন ভারত অধিনায়ক।