দেশ আত্মনির্ভর হোক আর না হোক, ২০২০ সালের সেরা হিন্দি শব্দ হিসাবে অক্সফোর্ড নির্বাচিত করল এই শব্দটিকে। আসলে গত বছর মহামারির সময় সবচেয়ে বেশি চর্চিত হয় এই আত্মনির্ভরতা শব্দটি। ভাষা বিশেষজ্ঞের উপদেষ্টীআ প্যানেলের কৃত্তিকা আগরওয়াল, পুনম নিগম সহায় ও ইমোজেন ফক্সেল এই শব্দটিকে বাছাই করেছেন।
বছরের সেরা অক্সফোর্ড হিন্দি শব্দ বা অভিব্যক্তি এমন হওয়া উচিত যা নীতি, মেজাজ এবং বিদায়ী বছরের ব্যস্ততাকে প্রতিফলিত করে এবং সাংস্কৃতিক তাৎপর্য হিসাবে এটি দীর্ঘস্থায়ী সম্ভাবনা রাখে। মঙ্গলবার এক বিবৃতিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জানায় করোনা পরবর্তীকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাংর ভাষণে দেশবাসীকে 'আত্মনির্ভর’ হওয়ার জন্য উদ্বুদ্ধ করার পর থেকেই এই শব্দের চর্চা বৃদ্ধি পেয়েছে। তার জন্যই এই শব্দকে ২০২০ সালের সেরা শব্দের তকমা দেওয়া হয়েছে।
আত্মনির্ভর ভারতের প্রথম সফলতা হিসাবে দেশে কোভিড–১৯ ভ্যাকসিন প্রস্তুত হয়েছে। প্রজাতন্ত্র দিবসের প্যারেডে রাজপথে বায়োটেকনোলজি বিভাগের ট্যাবলোতে কোভিড–১৯ ভ্যাকসিন বিকাশের প্রচারকে তুলে ধরা হয়েছিল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রেস ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর শিবরামাকৃষ্ণন ভেঙ্কটেশ্বর বলেন, 'এই অভূতপূর্ব বছরে, বিস্তৃত জনসংখ্যার মধ্যে কোভিড–প্রভাবিত অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে এই আত্মনির্ভরতা শব্দটির বহুল ব্যবহার দেখা গিয়েছে।’
ভাষাবিদ কৃত্তিকা আগরওয়াল জানিয়েছেন দেশের যুব সম্প্রদায় থেকে শুরু করে প্রবীণ, করোনা কালে সকলেই একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে। কেউ বা কাজ আর কেউ বা জীবনে বেঁচে থাকার রসদটুকু হারিয়েছিলেন। তাঁদের কাছে এই শব্দটির গুরুত্ব অপরিহার্য। প্রসঙ্গত, ২০১৭ সালে সেরা শব্দ হিসাবে উঠে এসেছিল আধার, ২০১৮ সালে নারী শক্তি ও ২০১৯ সালে সংবিধান অক্সফোর্ডে সেরা শব্দের তকমা পায়।
বাংলায় দৈনিক করোনা সংক্রমণ ২০০-র সামান্য বেশি, ১৯ জেলায় ১০-এর নিচে আক্রান্ত