কেন্দ্রের বাজেট কৃষক স্বার্থবিরোধী!
সংযুক্ত কিষান মোর্চার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ৬ ফেব্রুয়ারি তিন ঘণ্টার জন্য, বেলা ১২টা থেকে দুপুর তিনটে পর্যন্ত দেশের জাতীয় ও রাজ্য সড়কগুলিতে 'চাক্কা জ্যাম' কর্মসূচি নেওয়া হয়েছে। তিনি আরও জানান, কৃষি আইন বাতিলের দাবিতেই শুধু নয়, দিল্লিজুড়ে দমনমূলক ব্যবস্থার বিরুদ্ধে তাঁরা এই আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে। সেইসঙ্গে তাদের দাবি, কেন্দ্রের বাজেট কৃষক স্বার্থবিরোধী। বাজেটে কর্পোরেট সংস্থা বিশেষ গুরুত্ব পেয়েছে।
ধৃত কৃষকদের সাহায্য করতে কমিটি গঠন
কৃষক নেতা আরও বলেন, 'সংযুক্ত কিষান মোর্চা একটি কমিটি গঠন করেছে। ২৬ জানুয়ারি ট্র্য়াক্টর ব়্য়ালির দিন দিল্লি পুলিশের তরফে যে ১২৮ জনকে গ্রেফতার করা হয়েছিল, তাদের আইনি সাহায্য প্রদানের জন্য এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে তিনজন আইনজীবী রয়েছেন।'
কৃষকদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে
স্বরাজ ভারতের সভাপতি যোগেন্দ্র যাদব বলেন, 'কৃষকদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যে, সরকারের সমস্ত পদক্ষেপের লক্ষ্য এফসিআই-কে বন্ধ করে দেওয়া।' এর আগে ২৬ জানুয়ারি তিনটি কৃষি আইন প্রত্য়াহারের দাবিতে দিল্লিতে ট্রাক্টর মিছিল ডেকেছিল সংযুক্ত কিষান মোর্চা। এই মিছিলে প্রায় ১০ হাজার বিক্ষোভকারী অংশ নিয়েছিলেন।
শান্তিপূর্ণ মিছিলে সমাজবিরোধীরা ঢুকে অরাজক ঘটনা ঘটায়
২৬ জানুয়ারি প্রথমে তারা পুলিশের ব্য়ারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে৷ বাধা দিলে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। পরে লালকেল্লায় ঢুকে কৃষক সংগঠনের পতাকা তোলা হয়৷ এই ঘটনায় ১২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। যদিও সংযুক্ত কিষান মোর্চার দাবি, কৃষকদের শান্তিপূর্ণ মিছিলে সমাজবিরোধীরা ঢুকে এই ঘটনা ঘটিয়েছে।
দিল্লি পুলিশের সুরক্ষা বাড়াতে আসছে নয়া অস্ত্র
এদিকে দিল্লি পুলিশের সুরক্ষা বাড়াতে আসছে নয়া অস্ত্র আর বর্ম৷ পরিস্থিতি মোকাবিলা এবং হামলাকারীদের সামলাতে এবার থেকে ডান্ডা থাকবে উর্দিধারীদের হাতেও৷ দিল্লি পুলিশের সূত্র মারফত একটি ছবি প্রকাশ্য়ে এসেছে৷ তাতে দেখা যাচ্ছে, রাজধানীর রাজপথের ধারেই সারি বেঁধে দাঁড়িয়ে রয়েছেন পুলিশকর্মীরা৷ উঁচিয়ে রেখেছেন লোহার রড৷ হাতের বেশ খানিকটা অংশ ঢাকা রয়েছে ধাতুর তৈরি বর্মে৷