ইমেল পাঠাতে ইন্টারনেটই যে মূল অস্ত্র তা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু শাক-সবজিকে হাতিয়ার করে যদি ইমেল পাঠানো যায় তাহলে কেমন হত নতুন দুনিয়া ? শুনতে খানিক অবাক লাগলেও সম্প্রতি এই নতুন আবিষ্কারের কথা সামনে এনেছেন বিজ্ঞানী। বিখ্যাত বিজ্ঞান বিষয়ক পত্রিকা 'নেচারেও’ প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত প্রতিবেদন। 'প্ল্যান্ট ন্যানোবায়োনিক্স’ পদ্ধতির উপর জোর দিয়েই গোটা গবেষণা প্রক্রিয়া চলানো হয়েছে বলেও জানা যাচ্ছে। মূলত উদ্ভিদের বিভিন্ন নতুন ক্ষমতার বিষয়ে দীর্ঘদিন থেকেই এই গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা।
একাধিক উদ্ভিদ ও বন্য লতা-গুল্মের উপর গবেষণা চালিয়ে এই নতুন আবিষ্কার সামনে এনেছেন গবেষকরা। এই ক্ষেত্রে ন্যানোবায়োনিক্স পদ্ধতির ব্যবহারেই একাধিক লতা-গুল্ম বিশেষত পালং শাকের মধ্যে এই বিশেষ ক্ষমতা খুঁজে পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। পালং শাকের নাইট্রোয়ারোম্যাটিক ডিটেকশন এবং ইনফ্রারেড যোগাযোগের উপরেই নিরন্তর গবেষণা চালিয়েই এই ফলাফল বলে খবর।
গবেষকরা জানাচ্ছেন ভূগর্ভস্থ জলের মধ্যে যখনই নাইট্রোয়ারোম্যাটিক জাতীয় পদার্থের উপস্থিতি থাকে তখনই তা সনাক্তকরণে সক্ষণ হয় পালং শাক। এই খনিজ দ্রব্যটির উপস্থিতি আমরা সাধারণত ল্যান্ড মাইনের মধ্যেও দেখে থাকি। এদিকে নাইট্রোয়ারোম্যাটিকের টের পাওয়া মাত্রই পালং শাকের মধ্যে থাকা কার্বন ন্যানো টিউব একটি বিশেষ সংকেত নির্গত করে। আর ঠিক তখনই সংকেতটি যেকোনও ইনফ্রারেড ক্যামেরায় ধরা পড়ে, এমনকী বিজ্ঞানীদের ইমেলেও সেই ডেটা প্রেরিত হয়।
মুকুল কি পিছিয়ে পড়ছেন শুভেন্দু-রাজীবদের যোগদানে! একুশের আগে জল্পনা বিজেপিতে