চাপে বাড়াচ্ছে বিরোধীরা, কৃষক বিক্ষোভ ইস্যুতে সংসদে আলোচনায় রাজি কৃষিমন্ত্রী

কৃষক আন্দোলন নিয়ে তুমুল হই হট্টোগোল শুরু হয় লোকলভা অধিবেশনে। বিরোধীরা সকলে কৃষক বিক্ষোভ ইস্যুতে আন্দোলন ইস্যুতে আলোচনার দাবি জানাতে থাকেন। ক্রমাগত এই নিয়ে লোকসভা অধিবেশনের মধ্যেই স্লোগান দিতে থাকেন বিরোধীরা। চাপে পড়ে শেষে সংসদে কৃষক আন্দোলন ইস্যুতে আলোচনায় রাজি হন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর।

অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আজ বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে লোকসভা। বিরোধীদের হইহট্টোগোলের জেরে লোকসভা স্থগিত করে দিতে হয় কিছুক্ষণের জন্য। বিকেল চারটে নাগাদ ফের অধিবেশন শুরু হলে আবার বিরোধীরা কৃষক আন্দোলন ইস্যুতে আলোচনার দাবি জানিয়ে সরব হয়। বিরোধীদের বিক্ষোভের মুখে পড়ে শেষে আলোচনায় রাজি হন কৃষকরা।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী দাবি করেছেন ১৭০জন কৃষক আন্দোলনে মারা গিয়েছেন। কৃষক আন্দোলনের প্রতি মোদী সরকার অসংবেদনশীল আচরণ করছে বলে অভিযোগ করেছেন অধীর চৌধুরী। কৃষকদের কথা ভাবছে না মোদী সরকার অভিযোগ করেছেন অধীর চৌধুরী। অধীর চৌধুরীর বক্তব্যকে সমর্থন জানিয়ে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন ডিএমকে, তৃণমূল কংগ্রেস, সপা এবং বহুজন সমাজবাদী পার্টির সাংসদরা। শেষে বাধ্য হয়েই সন্ধ্যে সাতটা পর্যন্ত অধিবেশন মুলতুবি করেদেন স্পিকার ওম বিড়লা।

More FARMER News