অবস্থানে অনড় প্রতিবাদী কৃষকরা, অক্টোবরের আগে উঠছে না আন্দোলন! হুঁশিয়ারি রাকেশ টিকাইতের

লালকেল্লা কাণ্ডের পর কৃষক নেতারা খানিক ধীরে চলো নীতি নিলেও দিন এবার ফের বাড়ছে দিল্লির কৃষক আন্দোলনের তেজ। চলছে বড় লড়াইয়ের প্রস্তুতিও। এদিকে বিক্ষোভস্থলে যত্রতত্র ব্যারিকেড, কাঁটা তার, পেরেক ছড়িয়ে প্রতিবাদী কৃষকদের আটকাতে চাইছে পুলিশ। এমনকী দিল্লি সীমানার বিস্তৃর্ণ অঞ্চলে বন্ধ ইন্টারনেট পরিষেবা।এরইমাঝে ফের সরকারকে হুঁশিয়ারি দিতে দেখা গেল কৃষক নেতা রাকেশ টিকাইতকে।

কী বললেন রাকেশ টিকাইত ?

এদিকে প্রজাতন্ত্র দিবসে লালকেল্লা কাণ্ডের পর ভারতীয় কিষাণ ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকাইতের বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। কিন্তু তাঁর গ্রেফতারি এড়াতে গত সপ্তাহ থেকেই উত্তরপ্রদেশের গাজীপুর সীমান্তে আন্দোলনের তেজ বাড়িয়েছে বিকেইউ। এরইমাঝে কৃষক আন্দোলন নিয়ে রাকেশ টিকাইতের সাফ বার্তা, " আইন বাতিল নয় তো ঘর ওয়াপসিও নয়। দাবি না মানলে অক্টোবরের আগে কোনোভাবেই উঠছে না আন্দোলন।"

আদৌও কী আছে আলোচনার সম্ভাবনা

অন্যদিকে কেন্দ্রের হাজারও চেষ্টার পরেও কৃষক নেতারা যে কোনোভাবে মাথা নোয়াবে না সেটাও এদিন পরিষ্কার করে দেন টিকাইত। এমনকী এখনও পর্যন্ত পুলিশের হাতে গ্রেফচার হওয়া কৃষক নেতাদের মুক্তি দিলে তবেই তারা সরকারের সাথে আলোচনার রাস্তায় হাঁটবেন বলেও জানিয়েছেন।

মুলতুবি হয়ে গেল রাজ্যসভার অধিবেশন

এদিকে আন্দোলনরত কৃষকদের শায়েস্তা করতে আগেই বিদ্যুত্‍, জল ও ইন্টারনেট বন্ধ করা হয়েছে সিঙ্ঘু সীমান্তে। এবার কৃষকদের গতিবিধি রুখতে ব্যারিকেডের সংলগ্ন রাস্তায় পেরেক ছড়িয়ে দিতে দেখা যায় পুলিশকে। অন্যদিকে বাজেট পেশের পরদিনই কৃষি আইন নিয়ে উত্তাল হল রাজ্যসভা। কৃষি আইন নিয়ে আলোচনার প্রস্তাব দেয় বিরোধীরা। কিন্তু তুমুল হই হট্টোগোলের মধ্যে সারাদিনের মতো অধিবেশন মুলতুবি করে দেন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু।

আগামী লোকসভা নির্বাচন পর্যন্ত আন্দোলনের প্রস্তুতি

এদিকে এর আগে একাধিক কৃষক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয় আইন বাতিল না হলে ২০২৪ সালের মে মাস পর্যন্তও তারা বিক্ষোভ চালাতে প্রস্তুত। সহজ কথায় আসন্ন লোকসভা নির্বাচনের দামামা না বাজার আগে তারা পিছু হটছেন না বলেও বার্তা দেন। এই সমগ্র পরিস্থিতিতে রাকেশ টিকাইতের মত জনপ্রিয় কৃষক নেতার বক্তব্যকে বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

'কেনারাম-বেচারাম, দুয়ে মিলে বিজেমূল', আরামবাগের সভা থেকে দুই বিরোধী শক্তিকে আক্রমণ সেলিমের

More RED FORT News