নির্মলার বাজেটে চাঙ্গা শেয়ারবাজার, ফের ৫০ হাজারের গণ্ডি ছুঁল বিএসই-র সূচক সেনসেক্স

কেন্দ্রীয় বাজেটকে স্বাগত জানাল শেয়ারবাজার। গতকাল সকালে বাজার খোলার পরই একরাশ প্রত্যাশা নিয়ে বাজার উঠতে শুরু করেছিল। এরপর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে বাজেট পেশ করার পর এক লাফে ২৩০০ পয়েন্ট চড়েছিল সেনসেক্স। লাফিয়ে বেড়েছে নিফটির সূচকও। সেই রেশ ধরে রেখেই এদিন ফের একবার ৫০ হাজারের গণ্ডি পার করল সেনসেক্স।

১৯৯৯ সালের রেকর্ড ভাঙে

এর আগে ১৯৯৯ সালের পর প্রথমবার বাজেটের দিন শেয়ার বাজারে ৫ শতাংশ বৃদ্ধি হয়েছিল৷ গতকাল বাজারের লেনদেন শেষ হয়েছিল ৪৮,৬০০.৬১ পয়েন্টে। এরপর আজও বাড়ার খুলতেই প্রায় ১৪০০ পয়েন্ট লাফ মারে সেনসেক্স। এর ফলে ৫০ হাজারের ম্যাজিকাল গণ্ডি ছুঁয়ে ফেলে সেনসেক্স। পরে অবশ্য ফের কিছুটা নিচে নেমে ৪৯,৫০০ পয়েন্টের স্তরে চলে আসে শেয়ারের সূচক। এদিকে নিফটিও ১৪,৭০০ পয়েন্ট ছুঁয়ে ফেলে এদিন।

কী কারণে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার?

বিশেষজ্ঞদের মতে, পরিকাঠামোগত খাতে বেশি জোর দেওয়া হয়েছে বাজেটে। এর ফলে বাজার চাঙ্গা হয়েছে। এদিন সবথেকে বেশি দাম বেড়েছে ইন্দাসইন্ড ব্যাঙ্ক, আইসিআইসি ব্যাঙ্ক, বাজাজ ফিনসর্ভ, এসবিআই, এল অ্যান্ড টি, এইচডিএফসি-র শেয়ারের। অন্যদিকে ডক্টর রেড্ডি, টেক মহিন্দ্রা, হিন্দুস্তান ইউনিলিভার শেয়ার পড়েছে৷

করোনার মাঝেও ভারতীয় বাজার ক্রমেই চাঙ্গা হয়েছে ধাপে ধাপে

উল্লেখ্য, গত বছর মার্চের শেষ থেকে করোনা প্যানডেমিকের জেরে ভুগতে হয়েছে গোটা দেশকে৷ রাজস্ব ঘাটতি হয়েছে৷ সাধারণ মানুষের আয় তলানিতে ঠেকেছে৷ সরকারি সাহায্যের উপর দিন কাটাতে হয়েছে অনেককে৷ বহু মানুষ ঋণগ্রস্ত৷ মাসিক কিস্তি শোধ করতে না পেরে অনেকেই সমস্যায় পড়েন৷ তবে এর মাঝেও গত কয়েক মাস ধরেই ভারতীয় বাজার ক্রমেই চাঙ্গা হয়েছে ধাপে ধাপে।

বিভিন্ন খাতে বাড়ানো হয়েছে খরচ

অতিমারীর মোকাবিলা করতে বিভিন্ন খাতে বাড়াতে হয়েছে খরচ৷ একইভাবে এবারের বাজেটেও নানা ক্ষেত্রে বরাদ্দের পরিমাণ বাড়িয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ সোমবার বাজেট পেশের পর নির্মলা সীতারমন সাংবাদিকদের জানান, খরচ যেমন বেড়েছে, তেমনই রাজস্ব ঘাটতি কমানোর জন্যও প্রয়োজনীয় নানা পদক্ষেপ করা হয়েছে৷

সেস বসালেও বাড়বে না পেট্রোল-ডিজেলের দাম! মধ্যবিত্তকে অভয় দিয়ে কী জানালেন নির্মলা?

More INDIAN ECONOMY News