প্রতীতি ঘোষ, বনগাঁ: স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি দেওয়া ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগে এবার গাইঘাটা থানার সামনে বিক্ষোভ দেখালো বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির যুব মোর্চার সদস্য, সদস্যরা।
মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা থেকে গাইঘাটা থানার সামনে যশোর রোডের পাশে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। তাদের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি দেওয়া ব্যানার ছেড়ার ঘটনা ঘটিয়েছে।
পুলিশ দুষ্কৃতীদের যদি গ্রেফতার না করে তাহলে আরো বড় বৃহত্তর আন্দোলন শুরু করবে তারা।
৩০ শে জানুয়ারি গাইঘাটা ঠাকুরনগরে আসার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী। সে কারণে গাইঘাটা জুড়ে লাগানো হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীর পোস্টার ব্যানার৷গোবরডাঙ্গা সহ একাধিক জায়গায় সেই পোস্টার-ব্যানার ছেড়ার অভিযোগে ও দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে গাইঘাটা থানার সামনে বিক্ষোভ বলে জানিয়েছেন বিজেপির যুব সভাপতি সঞ্জীব চৌধুরী।
উল্লেখ্য, পাখির চোখ একুশের বিধানসভা ভোট। তোলপাড় রাজ্য-রাজনীতি। নির্বাচনী ময়দানে পুরোদমে নেমে পড়েছে শাসক-বিরোধী সব পক্ষ। একদিকে ‘উন্নয়ন’-কে হাতিয়ার করে ভোট ময়দানে শাসকদল তৃণমূল। অন্যদিকে, শাসকদলের বিরুদ্ধে একগুচ্ছ দু্নীতির অভিযোগ এনে নির্বাচনী লড়াইয়ে বিজেপি।
একুশের ভোটে বাংলা দখলে মরিয়া গেরুয়া শিবির। পিছিয়ে নেই বাম-কংগ্রেসও। ইতিমধ্যেই নিজেদের মধ্যে সমঝোতা আরও পাকা করে ফেলেছে দুই দল। রাজ্যের সিংহভাগ বিধানসভা কেন্দ্রেই আসন-রফা চূড়ান্ত হয়ে গিয়েছে।
আসন্ন বিধানসভা ভোটে সাফল্য পেতে গেলে আরও কী কী করা যেতে পারে তা নিয়ে দলের নেতাদের পরামর্শ দেবেন অমিত শাহ। বিধানসভা ভোটকে সামনে রেখে বাংলায় রথযাত্রার পরিকল্পনা করেছে পদ্ম-শিবির। সেই কর্মসূচিতে যোগ দিতে রাজ্যে আসবেন অমিত শাহও। রথযাত্রার চূড়ান্ত রূপরেখা নিয়ে আজ দলের রাজ্য নেতাদের সঙ্গে কথা বলবেন অমিত শাহ, জেপি নাড্ডারা।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.