পানাজি: গোয়া ম্যাচের প্রথম একাদশে পাঁচটি পরিবর্তন এনে বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম একাদশ সাজালেন ইস্টবেঙ্গল কোচ রবি ফাওলার। যার মধ্যে কয়েকটি পরিবর্তন বেশ উল্লেখযোগ্য। চলতি মরশুমে প্রথমবার অ্যান্থনি পিলকিংটন এবং জ্যাক ম্যাঘোমাকে ছাড়া মাঠে নামছে লাল-হলুদ। একইসঙ্গে প্রথমবার ইস্টবেঙ্গলের হয়ে প্রথম একাদশে শুরু করতে চলেছেন অ্যারন আমাদি হলওয়ে।

সুনীলদের বিরুদ্ধে প্রথম পর্বের ম্যাচের একমাত্র গোলস্কোরার মাত্তি স্টেইনম্যানও দু’ম্যাচ পর ফিরলেন প্রথম একাদশে। সবমিলিয়ে রানা ঘরামি, মহম্মদ রফিক, অ্যান্থনি পিলকিংটন, জ্যাক ম্যাঘোমা এবং জেজে লালপেখলুয়ার পরিবর্তে বেঙ্গালুরু এফসি ম্যাচে ইস্টবেঙ্গল একাদশে এলেন অঙ্কিত মুখোপাধ্যায়, আঙ্গৌসানা, মাত্তি স্টেইনম্যান, অ্যারন আমাদি হলওয়ে এবং হরমনপ্রীত সিং। আপফ্রন্টে প্রথমবার হরমনপ্রীতের পিছনে হলওয়ে-ব্রাইট জুটিকে দেখার অপেক্ষায় লাল-হলুদ জনতা।

অন্যদিকে হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে দু’গোলে এগিয়ে থেকেও গত ম্যাচে শেষ অবধি ড্র করেছিল নৌসাদ মুসার বেঙ্গালুরু। সেই ম্যাচের প্রথম একাদশে জোড়া পরিবর্তন এনে এদিন ইস্টবেঙ্গল ম্যাচের প্রথম একাদশ সাজালেন ব্লুজ কোচ। মাত্র দুই বিদেশিকে নিয়ে এদিন শুরু করতে চলেছে বেঙ্গালুরু। জুয়ানন এবং এরিক পারতালুর পরিবর্তে একাদশে এলেন প্রতীক চৌধুরি এবং অজিত কুমার।

একনজরে ইস্টবেঙ্গল একাদশ: দেবজিত মজুমদার (গোলরক্ষক), ড্যানি ফক্স, স্কট নেভিল, অঙ্কিত মুখোপাধ্যায়, নারায়ণ দাস, মাত্তি স্টেইনম্যান, ইজয় ছেত্রী, আঙ্গৌসানা, অ্যারন হলওয়ে, ব্রাইট এনোবাখারে, হরমনপ্রীত সিং।

একনজরে বেঙ্গালুরু এফসি একাদশ: গুরপ্রীত সিং সান্ধু (গোলরক্ষক), রাহুল ভেকে, ফ্রান গঞ্জালেস, প্রতীক চৌধুরি, অজিত কুমার, হরমনজোৎ খাবরা, সুরেশ ওয়াংজম, উদান্তা সিং, লিও অগাস্টিন, সুনীল ছেত্রী, ক্লেইটন সিলভা।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

Caption: ৩৭৭ এর শেকল থেকে মুক্তির পর কোথায় দাঁড়িয়ে LGBTQ আন্দোলন। আলোচনায় বাপ্পাদিত্য মুখোপাধ্যায়।