বাজেট ২০২১: নিত্য প্রয়োজনীয় কোন কোন পণ্যের দাম বাড়ল নির্মলা সীতারমনের ঘোষণায়?

এদিন পেশ হল কেন্দ্রীয় সাধারণ বাজেট। এর জেরে কোন কোন পণ্যের দাম বাড়ল? একনজরে দেখুন তালিকা : আমদানি হওয়া জামা কাপড়, আমদানি করা ভোজ্য তেল, আমদানি হওয়া গাড়ির যন্ত্রাংশ, মোবাইল, চার্জার, চামড়ার জুতো, কাবুলি চানা, ডাল, ইউরিয়া। বিভিন্ন ক্ষেত্রে কৃষি সেস বসানোর জেরেই এই মূল্য বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে।

সড়ক ও রেলপথের মাধ্যমে পণ্য পরিবহনের উপর বিশেষ গুরুত্ব

এদিকে এবারের বাজেটে সড়ক ও রেলপথের মাধ্যমে পণ্য পরিবহনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ এই খাতে পরিকাঠামো উন্নয়নের পক্ষে সওয়াল করেছেন তিনি৷ ফলে কম খরচে কৃষিজ পণ্য পরিবহনেও সুবিধা হবে৷ উৎপাদকের সঙ্গে দূরত্ব কমবে ত্রেতার৷ তাতে উৎপাদকের পক্ষে অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজার ধরাও সহজ হবে৷

করোনার জেরে পরিবহন ব্যবস্থা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়

করোনার জেরে পরিবহন ব্যবস্থা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়৷ যার প্রভাব গিয়ে পড়ে পণ্য পরিবহনের উপরও৷ তাই পরিবহন খাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ যা কিছুটা হলেও পরিবহন সংক্রান্ত পরিস্থিতির উন্নতি ঘটাবে বলে আশাবাদী অর্থমন্ত্রী৷ সামগ্রিকভাবে ৫.৫৪ লক্ষ কোটির বিনিয়োগ বছরে ২৬ শতাংশ বৃদ্ধি সূচিত করছে৷

পরিকাঠামো এবং পণ্য পরিবহনে অগ্রগতি

এর জেরে পরিকাঠামো এবং পণ্য পরিবহনে অগ্রগতির পথে অনেকটাই এগিয়ে যাবে দেশ৷ পণ্য পরিবহনে জোয়ার আনতেই হাইওয়ে নির্মাণ ও তার মানোন্নয়নে মোটা টাকা বরাদ্দ করেছেন নির্মলা৷ এই খাতে তামিলনাড়ুর জন্য ১.০৩ লক্ষ কোটি, কেরলের জন্য ৬৫ হাজার কোটি এবং পশ্চিমবঙ্গের জন্য ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন তিনি৷

অসমে হাইওয়ে প্রকল্পের জন্য় অতিরিক্ত ৩৪ হাজার কোটি টাকা বরাদ্দ

এছাড়া, অসমে হাইওয়ে প্রকল্পের জন্য় অতিরিক্ত ৩৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ নির্মলা জানান, ২০২২ সালের মার্চ মাসের মধ্যেই ৮ হাজার ৫০০ কিলোমিটার হাইওয়ে নির্মাণের কাজ শেষ হবে৷ পরবর্তীতে তৈরি হবে আরও ১ হাজার কিলোমিটার সড়ক৷

More INDIAN ECONOMY News