আইএসএলে ফের বেঙ্গালুরুর মুখোমুখি এসসি ইস্টবেঙ্গল, কী বলছে দুই দলের পরিসংখ্যান ও পারফরম্যান্স

চলতি আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে বেঙ্গালুরু এফসি বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে এসসি ইস্টবেঙ্গল। চলতি টুর্নামেন্টের লিগ স্তরে এটি দুই দলের দ্বিতীয় সাক্ষাৎ। সেই নিরিখে ম্যাচে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা অনায়াসে বলে দেওয়া যায়। তার আগে দেখে নেওয়া যাক আইএসএলে মুখোমুখি মোকবিলায় কোন দলের পাল্লা ভারী।

মুখোমুখি দুই দল

আইএসএলে এখনও পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে দুই দল। চলতি টুর্নামেন্টের লিগ স্তরের প্রথম লেগের ম্যাচ ১-০ গোলে জিতেছিল এসসি ইস্টবেঙ্গলে। তারই প্রেক্ষিতে মঙ্গলবারের ম্যাচ বেঙ্গালুরু এফসি-র কাছে বদলার।

লিগ তালিকায় অবস্থান

১৪ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার অষ্টম স্থানে অবস্থান করছে বেঙ্গালুরু এফসি। শেষ পাঁচ ম্যাচের তিনটিতে ড্র ও দুটিতে হার হজম করতে হয়েছে সুনীল ছেত্রীর দলকে। অন্যদিকে এসসি ইস্টবেঙ্গল ১৪ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার দশম স্থানে অবস্থান করছে। শেষ পাঁচ ম্যাচের একটি জিতেছে লাল-হলুদ। তিনটি ম্যাচ ড্র এবং একটিতে হার হজম করতে হয়েছে রবি ফাওলারের দলকে।

সর্বাধিক গোলদাতা

বেঙ্গালুরু এফসি-র জার্সিতে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ৫ গোল করেছেন অধিনায়ক সুনীল ছেত্রী। এসসি ইস্টবেঙ্গলের হয়ে সবচেয়ে বেশি তিনটি করে গোল করেছেন মাট্টি স্টেইনম্যান ও জ্যাকুয়াস মাঘোমা। দলগতভাবে এখনও পর্যন্ত ১৭টি গোল করেছে বেঙ্গালুরু। ১২টি গোল করেছে লাল-হলুদ।

পাল্লা ভারী কোন দলের

পয়েন্টের নিরিখে বেঙ্গালুরু এফসি এগিয়ে থাকলেও পারফরম্যান্সের নিরিখে দুই দলের মধ্যে খুব বেশি পার্থক্য রয়েছে বলে মনে হয় না। ফলে লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা নিশ্চিত।

More ISL 2020 21 News