মুখোমুখি দুই দল
আইএসএলে এখনও পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে দুই দল। চলতি টুর্নামেন্টের লিগ স্তরের প্রথম লেগের ম্যাচ ১-০ গোলে জিতেছিল এসসি ইস্টবেঙ্গলে। তারই প্রেক্ষিতে মঙ্গলবারের ম্যাচ বেঙ্গালুরু এফসি-র কাছে বদলার।
লিগ তালিকায় অবস্থান
১৪ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার অষ্টম স্থানে অবস্থান করছে বেঙ্গালুরু এফসি। শেষ পাঁচ ম্যাচের তিনটিতে ড্র ও দুটিতে হার হজম করতে হয়েছে সুনীল ছেত্রীর দলকে। অন্যদিকে এসসি ইস্টবেঙ্গল ১৪ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার দশম স্থানে অবস্থান করছে। শেষ পাঁচ ম্যাচের একটি জিতেছে লাল-হলুদ। তিনটি ম্যাচ ড্র এবং একটিতে হার হজম করতে হয়েছে রবি ফাওলারের দলকে।
সর্বাধিক গোলদাতা
বেঙ্গালুরু এফসি-র জার্সিতে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ৫ গোল করেছেন অধিনায়ক সুনীল ছেত্রী। এসসি ইস্টবেঙ্গলের হয়ে সবচেয়ে বেশি তিনটি করে গোল করেছেন মাট্টি স্টেইনম্যান ও জ্যাকুয়াস মাঘোমা। দলগতভাবে এখনও পর্যন্ত ১৭টি গোল করেছে বেঙ্গালুরু। ১২টি গোল করেছে লাল-হলুদ।
পাল্লা ভারী কোন দলের
পয়েন্টের নিরিখে বেঙ্গালুরু এফসি এগিয়ে থাকলেও পারফরম্যান্সের নিরিখে দুই দলের মধ্যে খুব বেশি পার্থক্য রয়েছে বলে মনে হয় না। ফলে লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা নিশ্চিত।