পানাজি: রবিবাসরীয় ফতোরদায় কিছুটা ঝিমিয়ে পড়া আন্তোনিও হাবাসের এটিকে-মোহনবাগানকে নতুন করে অক্সিজেন দিলেন রয় কৃষ্ণা। সঙ্গে ওডিশা ছেড়ে নয়া ইনিংসের শুরুতে দুরন্ত ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্সেলিনহো। আর এই জোড়া ফলায় দু’গোলে পিছিয়ে পড়েও কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে দু’গোলে পিছিয়ে পড়েও স্মরণীয় জয় তুলে নিল এটিকে-মোহনবাগান। থ্রিলার কামব্যাকে কিবু ভিকুনার দলকে ৩-২ গোলে হারাল হাবাসের ছেলেরা। জোড়া গোল করলেন রয় কৃষ্ণা, একটি গোল মার্সেলিনহোর।

ফতোরদায় এদিন ম্যাচের প্রথমার্ধে আধিপত্য কেরালা ব্লাস্টার্সের। বল পজেশনে কেবল আধিপত্য নয় বরং গোলের সুযোগ তৈরির ক্ষেত্রেও সবুজ-মেরুনকে এদিন টেক্কা দেয় কেরালা ব্লাস্টার্স। ম্যাচের পঞ্চম মিনিটে বক্সের মধ্যে সাহাল আব্দুল সামাদের নেওয়া একটি শট দুরন্ত ক্ষিপ্রতায় বাঁচিয়ে দেন সন্দেশ ঝিঙ্গান। পালটা ১১ মিনিটে প্রবীরের একটি গোলমুখী শট রুখে দেন কেরালা গোলরক্ষক আলবিনো। কিন্তু আক্রমণে চাপ বাড়ানো কেরালা খুব বেশি সময় রুখতে পারেনি বাগান ডিফেন্স। ১৪ মিনিটে বাগান ডিফেন্সের লকগেট খোলেন ইংরেজ স্ট্রাইকার গ্যারি হুপার।

সন্দীপ সিং’য়ের থেকে বল পেয়ে তা প্রথমে বুক দিয়ে রিসিভ করেন হুপার। এরপর গোললাইন ছেড়ে অনেকটা এগিয়ে থাকা অরিন্দমকে দেখে নিয়ে দূরপাল্লার ভলিতে ১-০ করেন তিনি। হুপারের এই গোল নিঃসন্দেহে গোল অফ দ্য উইকের দাবিদার। দক্ষতার শীর্ষে নিজেকে নিয়ে গিয়েও সেই বলের নাগাল পাননি অরিন্দম। প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় কেরালা। তবে বিরতির পর ব্যবধান বাড়িয়ে নিতে খুব বেশি সময় নেয়নি কেরালা। ৫১ মিনিটে সামাদের কর্নার থেকে রাহুল কেপির ফ্লিক অরিন্দমের হাতে পৌঁছনোর আগেই উচ্চতাকে কাজে লাগান কোস্তা। তাঁর হেড প্রথমে গোলে না ঢুকলেও জটলার মধ্যে থেকে এরপর পা দিয়ে তা জালে প্রবেশ করান তিনি।

দু’গোলে পেছিয়ে পড়েও দমে যায়নি হাবাসের দল। বরং নতুন উদ্যমে শুরু করে তারা। ম্যাচে তাদের প্রত্যাবর্তনের শুরুটা হয় ওডিশা থেকে আসা ব্রাজিলিয়ান মার্সেলিনোর হাত ধরেই। প্রতি আক্রমণে ৫৯ মিনিটে পরিবর্ত মনবীরের থ্রু ধরে কেরালা ডিফেন্সকে পিছনে ফেলে ম্যাচে ব্যবধান কমান ব্রাজিলিয়ান স্ট্রাইকার। এর পাঁচ মিনিট বাদে বক্সে মনবীরকে আটকাতে গিয়ে বল হাতে লাগিয়ে ফেলেন জেসেল কার্নেইরো। পেনাল্টি থেকে ম্যাচে বাগানকে সমতায় ফেরান রয় কৃষ্ণা।

এরপর বাগান আক্রমণে দিশেহারা কেরালা রক্ষণ ফের ভুল করে বসে ম্যাচের ৮৭ মিনিটে। সন্দীপ সিং’য়ের ভুল ক্লিয়ারেন্সের সুযোগ নিয়ে বিপক্ষের দুই ডিফেন্ডারকে পরাস্ত করে কোনাকুনি শটে জয়সূচক গোল করে যান কৃষ্ণা। একইসঙ্গে থ্রিলার কামব্যাকে তিন পয়েন্ট নিশ্চিত করে সবুজ-মেরুন। এই জয়ের ফলে ১৪ ম্যাচ থেকে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা মুম্বইয়ের সঙ্গে ব্যবধান কমাল তারা।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

কোনগুলো শিশু নির্যাতন এবং কিভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায়। জানাচ্ছেন শিশু অধিকার বিশেষজ্ঞ সত্য গোপাল দে।