কলকাতা: ২০২০ আইপিএলে খারাপ পারফরম্যান্সের পর ২০২১ আইপিএল নিলামের আগে বেশ সতর্ক কলকাতা নাইট রাইডার্স৷ চতুর্দশ আইপিএল নিলাম বসছে ১৮ ফেব্রুয়ারি৷ তবে নিলামের আগেই স্ট্র্যাটেজিক কনসালটেন্ট হিসেবে ইংল্যান্ড ক্রিকেট দলের সাদা বলের অ্যানালিস্ট নাথান লিমনকে দলে নিল কিং খানের দল৷

২০০৯ সাল থেকে ইংল্যান্ড দলের সঙ্গে রয়েছেন লিমন৷ এবার কেকেআর নিলামের টেবলকে দেখা যাবে তাঁকে৷ নিলামে নাইটদের দল বাছতে নিলামে টেবলে পারফর্ম্যন্স অ্যানালিস্ট এআর শ্রীকান্তের সঙ্গে থাকবেন লিমন৷ আইপিএলের জন্য ইসিবি-র কাছে ইতিমধ্যেই ছুটি নিয়েছেন তিনি৷ ফলে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যানের সঙ্গে কাজ করবেন লিমন৷

ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেট ক্যাপ্টেন মর্গ্যান গত আইপিএলের মাঝপথে নাইটদের নেতৃত্বের ব্যাটন হাতে নিয়েছেন৷ দলের পারফরম্যান্স খারাপ হওয়ায় মরু শহরে টুর্নামেন্টের মাঝপথেই নেতৃত্ব থেকে সরে দাঁড়ান দীনশে কার্তিক৷ তাঁর উত্তরসূরি হিসেবে মর্গ্যানকে নাইটদের নেতা বেছে নেয় কেকেআর টিম ম্যানেজমেন্ট৷ ফলে চতুর্দশ আইপিএলে ক্যাপ্টেন মর্গ্যানের সঙ্গে কাজ করবেন লিমন৷

সংযুক্ত আরব আমিরশাহীতে পাঁচ নম্বরে শেষ করেছিল কেকেআর৷ লিগে সাতটি ম্যাচ হারে এবং সাতটি ম্যাচ জিতেছিল কিং খানের দল৷ কিন্তু প্লে-অফের ছাড়পত্র জোগাড় করতে পারেনি কেকেআর৷ ২০২১ আইপিএলের জন্য রিটেইন প্লেয়ারদের তালিকা প্রকাশ করেছে কেকেআর। বিগত দু’টি মরশুমে আশানরূপ পারফর্ম করতে ব্যর্থ দীনেশ কার্তিককে ২০২১ আইপিএলে দলে রাখে নাইট রাইডার্স৷

দীনেশের পাশাপাশি চর্চা চলছিল চায়নাম্যান কুলদীপ যাদবকে নিয়েও। ২০২০ আইপিএলে প্রথম একাদশে জায়গা হারিয়েছিলেন কুলদীপ। মনে করা হচ্ছিল কোপ পড়তে পারে তাঁর উপরেও। কিন্তু চায়নাম্যান বোলারকেও রিটেইন করে কেকেআর। তবে ছেঁটে ফেলা হয়েছে ৫ জন ক্যাপড প্লেয়ারকে। এদের মধ্যে উল্লেখযোগ্য নাম ইংরেজ ওপেনার টম ব্যান্টন। এছাড়া অস্ট্রেলিয়ার ক্রিস গ্রিন, এম সিদ্ধার্থ, নিখিল নায়েক এবং সিদ্ধেশ ল্যাডকেও ছেঁটে ফেলে নাইটশিবির। অধিনায়ক মর্গ্যান ছাড়া তারকা বিদেশিদের মধ্যে রিটেইন করা হয়েছে আন্দ্রে রাসেল, সুনীল নারিন, লকি ফার্গুসন এবং প্যাট কামিন্সকে।

কেকেআর যাঁদের রিটেইন করেছে: দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, কমলেশ নাগরকোটি, কুলদীপ যাদব, লকি ফার্গুসন, নিতিশ রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, রিঙ্কু সিং, সন্দীপ ওয়ারিয়র, শিবম মাভি, শুভমন গিল, সুনীল নারিন, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), প্যাট কামিন্স, রাহুল ত্রিপাঠি এবং বরুণ চক্রবর্তী।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

Caption: ৩৭৭ এর শেকল থেকে মুক্তির পর কোথায় দাঁড়িয়ে LGBTQ আন্দোলন। আলোচনায় বাপ্পাদিত্য মুখোপাধ্যায়।